নয়াদিল্লি: ডিএমকে (DMK) সংসদ সদস্য দয়াানিধি মারানের (Dayanidhi Maran) নির্বাচন চ্যালেঞ্জ করে হওয়া মামলায় মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) নোটিস (Notice) জারি।
জাতীয় নির্বাচন কমিশন, তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী অফিসার, চেন্নাই সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ও মারানকে নোটিস ২৭ সেপ্টেম্বরের মধ্যে। ওই নির্বাচন কেন্দ্র থেকে ভোটে লড়াই করা আইনজীবী এমএল রবির মামলা। ওই কেন্দ্রের নির্বাচন আদৌ অবাধ ও নিরপেক্ষ হয়নি। বিপুল দুর্নীতি হয়েছে। তাই ওই কেন্দ্রের নির্বাচন বাতিল করা হোক। আবেদন রবির।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে তৃণমূলের সংগঠনে পরিবর্তন আসতে চলেছে?
১৭ এপ্রিল প্রচার পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও রাজ্যের গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলিতে জনপ্রতিনিধিত্ব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মারান ও তাঁর দল প্রচার চালিয়ে গিয়েছে। সেই বিজ্ঞাপনের খরচ মারানের দাখিল করা নির্বাচনী হিসাবের নথিতে প্রতিফলিত হয়নি। এমনকি ভোটের দিন বুথ এজেন্টদের জন্য খরচের হিসাবও মারানের নথিতে নেই। অথচ মনোনয়নপত্র জমার দিন থেকে ভোটের ফল ঘোষণা পর্যন্ত যাবতীয় খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব ওই আইন অনুযায়ী প্রার্থীদের দেওয়ার কথা। অভিযোগ, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া অঙ্কের চেয়ে মারান বিপুল পরিমাণ অর্থ ভোটে ব্যয় করেছেন। অভিযোগ রবির।
আরও খবর দেখুন