কলকাতা: আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় বিচারের দাবিতে ভোর দখলে সাধারণ মানুষ। এ যেন এক অন্য রকমের মহালয়া। মহালয়ার অন্য এক ভোর দেখল রাজ্যবাসী। শবর দেখল ঘাটে ঘাটে তর্পণ, আবার রাজপথে প্রতিবাদে গর্জে ওঠা সাধারণ মানুষকে। এদিন ভোরে দক্ষিণ কলকাতায় রুবির মোড়, বেহালার ডায়মন্ড হারবার রোডে বিচারের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষে। শুধু শহর নয় জেলাতেও দেখা গিয়েছে একই দৃশ্য। বৃষ্টিকে উপেক্ষা করে ভোর দখলে (Mahalaya Bhor dokhol) জায়গায় জায়গায় মহালয়া চালিয়ে স্লোগান ওঠে, ‘বিচার না হলে, উৎসবে ফিরছি না’, ‘We want justice’, ‘জাস্টিস ফর আর জি কর’। বিচারের দাবিতে বীরভূমে গণতর্পণ হয়েছে। একই দৃশ্য দেখা গিয়েছে বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে। চিকিৎসকের আত্মার শান্তি কামনা করা হয় সেখানে।
আরও পড়ুন: বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার
আরজি করের প্রতিবাদে (RG Kar Incident Justice) গর্জে উঠল কোচবিহার, মেদিনীপুর, চাকদা, গড়িয়া, উত্তরপাড়া, খড়দা, সোদপুর, কলকাতা সহ তৎসংলগ্ন এলাকা। জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করতে দেখা গেল মহিলাদের, কোথাও ঢাকের তালে উঠল প্রতিবাদের স্বর। ভোর রাতে তর্পণও করতে দেখা গেল প্রতিবাদীদের একাংশের। বুধাবার ভোরে ডায়মন্ড হারবার রোডের ধারে বেহালা থানার উল্টো দিকে প্রতিবাদে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ। বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। পুজোয় আছি, উৎসবে নেই স্লোগান তুললেন প্রতিবাদীরা। মহিলারা এসেছিলেন সাদা-শাড়ি লাল পাড় পরে। পথে পথে বাজল শাঁখ। সেখানে পথ নাটিকা করতে দেখা যায় জোকা ইএসআইয়ের জুনিয়র ডাক্তারদের। অন্যদিকে রুবির মোড়ে ভোর দখল করা হয়। সেখানে রাস্তায় ছবি আঁকা হয়। বিচারের দাবিতে ওঠে স্লোগান।
অরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গণতর্পন হয় বীরভূমে। সেখানে সিউড়ির ময়ূরাক্ষী নদের তিলপাড়া জলাধার ঘাটে হাজির হন বিজেপি নেতা কর্মীরা। শহর থেকে শহরতলি.. রাস্তায় রাস্তায় কালো পোশাকে মিছিল করেন মহিলারা। কোচবিহারে মহালয়ার সকালে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী মিছিল বেরোয় রাস্তায়। ভোর দখলে সামিল হয়েছিল মেদিনীপুর, বর্ধমানেও।
অন্য খবর দেখুন