মহারাষ্ট্র: মহারাষ্ট্রের (Maharastra) বিপর্যয় কিছুতেই মেনে নিতে পারছে না কংগ্রেস (Congress)। নির্বাচন কমিশন (Election Commission) বিরোধীদের অভিযোগের উপর সরাসরি জানিয়ে দিয়েছে, কোনও গরমিল হয়নি ভোটে। তার পরেও সেই দাবিকে নস্যাৎ করে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছে ইন্ডিয়া ব্লক।
মহারাষ্ট্র নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইন্ডিয়া জোট। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকেই মহা বিকাশ আগাড়ি ভোট কারচুপির অভিযোগ তোলে ইভিএম নিয়ে। ব্যালট পেপারে নির্বাচনের দাবি তোলে তারা।
আরও পড়ুন: কারচুপি হয়নি, মহারাষ্ট্রে পুনঃনির্বাচনের দাবি নাকচ কমিশনের
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার সম্ভবনা। বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের নেতা তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, আইনজীবী অভিষেক মনু সিংভি।
এনসিপি নেতা প্রশান্ত জগপত জানিয়েছে, তারা মনে ইভিএম কারচুপি হয়েছে। না হলে এত বড় বিপর্যয় সম্ভব নয়। তাই এবার তারা শীর্ষ আদালতে দ্বারস্থ হতে চলেছেন। প্রশান্ত জগপতের আর অভিযোগ, ভোটের তিনদিন আগেও নির্বাচনী তালিকা থেকে ভোটার নাম বাদ দেওয়া হয়েছে সেখানে নতুন নাম সংযোজন করা হয়েছে। তার প্রমাণও আছে। মহারাষ্ট্রে পাশাপাশি হরিয়ানাতে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে কোনও কারচুপি হয়নি, মহারাষ্ট্রে (Maharastra) পুনঃনির্বাচনের দাবি উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন ( Election Commission) । নির্বাচন কমিশনের বিবৃতি অনুসারে মহারাষ্ট্রে ২৮৮ বিধানসভার ১৪৪০ ভিভিপ্যাটের স্লিপ গণনা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ ইউনিটের ডেটার সঙ্গে মিলিত দেখা হয়েছে। সংশ্লিষ্ট ডিইওদের কাছ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুসারে VVPAT স্লিপ গণনা এবং ইভিএম কন্ট্রোল ইউনিট গণনার মধ্যে কোনও গরমিল পাওয়া যায়নি।
দেখুন অন্য খবর: