কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Hospital Incident) মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়র সঞ্জয় রায় সোমবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) পেশ করা হয়েছে। এদিন চার্জ গঠনের (RG Kar Incident Charge Framing) দিন ধার্য করতে পারে আদালত। সূত্রের খবর, সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলা সংক্রান্ত যাবতীয় নথি জমা দিয়েছে তদন্তকারীরা। জেল হেফাজতে রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারাতে চার্জশিট জমা করেছে সিবিআই। তদন্তকারীরা চাইছেন, এই দুটি ধারাতেই বিচারপ্রক্রিয়া শুরু করা হোক। ইতিমধ্যে আদালতে এই মামলায় রুদ্ধদ্বার শুনানি শুরু হয়েছে। মনে করা হচ্ছে এদিন চার্জ গঠনের দিন ধার্য করা হতে পারে। তা হলে এই মামলা একধাপ এগোবে, এমনটাই মনে করছে তদন্তকারীরা।
আরও পড়ুন: শব্দবাজি ফাটানোর প্রতিবাদে আক্রান্ত এন্টালির বাসিন্দা
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তারআগে সোমবার এই মামলার শুনানি চলছে শিয়ালদহ আদালতে। আরজি করের ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি আলিপুরে সিবিআই বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি রয়েছে। প্রতিবেদন পোস্ট করার সময় পর্যন্ত শেষ খবর অনুযায়ী, শিয়ালদহ আদালতে আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ রয়েছে। উল্লেখ্য আরজি করের ঘটনার ৮৭ দিন পর, সোমবার সেই মামলায় চার্জ গঠন হতে চলেছে শিয়ালদহ আদালতে। চার্জ গঠন হলেই শুরু হবে বিচারপ্রক্রিয়া। অন্যদিকে এদিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ফের আলিপুর আদালতে পেশ করা হবে।
অন্য খবর দেখুন