নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি (Bank Account Nomini )করার নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। এবার থেকে চারজনকে নমিনি করা যাবে। মঙ্গলবার লোকসভায় পাশ হয় ব্যাঙ্কিং আইন সংশোধন বিল-২০২৪।
সেখানেই জানানো হয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীরা এবার থেকে তাঁদের ইচ্ছে হলে চারজনকে নমিনি করতে পারবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উত্থাপিত এই বিলটি ধ্বনি ভোটে সংসদের নিম্নকক্ষে অনুমোদিত হয়। বিলের উপর আলোচনার জবাবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আমানতকারীদের কাছে এর পর এক বা একই সময়ে ৪ জনকে নমিনি সুযোগ থাকবে।
ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২৪-এর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৪, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৫৫-এ মোট ১৯টি সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে কমছে দূষণ, GRAP-4 শিথিলের অনুমতি দিল সুপ্রিম কোর্ট
অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, ধারাবাহিক মনোনয়ন নিশ্চিত করে, প্রথম নমিনি পাওয়া না গেলে পরবর্তী নমিনির অধিকার কার্যকর হবে। এর ফলে ব্যাঙ্কিং বিষয়টি অনেক সহজ হবে।
ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই বিলে ব্যাঙ্কিং সংক্রান্ত ৫ টি আইনে সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে ১৫টি আইনে মোট ১৯ টি সংশোধনের কথা বলা হয়েছে। মূলত গ্রাহক পরিষেবা উন্নত করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ।
বিল পেশ করার সময় এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, ব্যাঙ্কের পরিষেবাকে আরও উন্নত করে তোলার জন্য বর্তমানে কার্যকর অবস্থায় থাকা পাঁচটি আইনে সংশোধন প্রয়োজন।
বর্তমানে ব্যাঙ্কের অ্যাকাউন্টে গ্রাহকরা একজনকেই নমিনি হিসাবে রাখার সুবিধা পেয়ে থাকেন। তবে, নতুন নিয়ম অনুসারে এই ক্ষেত্রে সর্বোচ্চ চারজনকে নমিনি হিসাবে রাখার সুবিধা পাওয়া যাবে। এমনকি প্রত্যেক নমিনি উত্তরাধিকার সূত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থের কত শতাংশ পাবেন সেই হিসাবও করে রাখার সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ, একজন অ্যাকাউন্ট হোল্ডার আগেই ঠিক করে রেখে যেতে পারবেন যে, তাঁর মৃত্যুর পর কোন নমিনি কত শতাংশ অর্থ পাবেন। তবে লকারের জন্য এই নয়া নিয়ম কার্যকর হবে না।
দেখুন অন্য খবর: