নয়াদিল্লি: চলতি বছর শেষ হতে চলেছে। আগামী বছর (২০২৫) থেকে দেশের উচ্চশিক্ষাক্ষেত্রে কি কোনও বড় পরিবর্তন (Major Changes) দেখা যেতে চলেছে? অন্তত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ বাস্তবায়িত হলে ছাত্রছাত্রীদের কলেজের ডিগ্লি লাভ আরও দ্রুত সময়ে হতে পারে। এজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইউজিসি (UGC) উচ্চশিক্ষা (Higher Educational Institutions) প্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ ব্যবস্থার (SOP) অনুমোদন করেছে। তাতে ‘অ্যাক্সিলারেটেড ডিগ্রি প্রোগ্রাম’ (এডিপি) ও ‘এক্সটেন্ডেড ডিগ্রি প্রোগ্রাম’ (ইডিপি) নামে দুটি বিশেষ ব্যবস্থা চালুর উদ্যোগ। এটি স্নাতকের পড়ুয়াদের তাঁদের ডিগ্রি আরও অল্প সময়ে অর্জনের সুযোগ থাকবে। শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে অতিরিক্ত ক্রেডিট অর্জনের মাধ্যমে কম সময়ে তিন বছর বা চার বছরের ডিগ্রি সম্পূর্ণ করার সুযোগ করে দেওয়া হবে। অন্যদিকে আবার শিক্ষার্থীরা নির্দিষ্ট কোর্স সময়ের বেশি সময় ধরে পঠন পাঠন করতে চাইলে তার সুযোগও থাকছে। ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার আগেই উল্লেখ করেছেন, তাঁরা শিক্ষার্থীদের দ্রুত ডিগ্রি শেষ করার বিকল্পগুলি বিবেচনা করছেন। এর অর্থ হল ছাত্রছাত্রীরা আড়াই বছরে, তিন বছরের ডিগ্রি কোর্স এবং তিন বছরের মধ্যে চার বছরের কোর্স সম্পন্ন করার অনুমতি পাবেন। এছাড়া ইউজিসি নেট (NET) পরীক্ষায় এবার নতুন বিষয় হিসাবে আয়ুর্বেদ জীববিজ্ঞান চালু করেছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে তৃতীয় বার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ
দেখুন অন্য খবর: