কলকাতা: বলিউডের গ্ল্যামারাস ডিভা মালাইকা আরোরা। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর ফ্য়াশন সেন্স নিয়েও চর্চা চলে নেটদুনিয়ায়। ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে বিপত্তিতে মালাইকা আরোরা (Malaika Arora)। ক্যামেরার সামনেই ঘাবরে গেলেন মালাইকা। কিছুটা সামলে নিয়ে দিলেন পোজ। তবে তার আগেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল মালাইকার এই ভিডিও। সেই মালাইকাই পোশাক নিয়ে ক্যামেরার সামনে পড়লেন বিপত্তিতে। প্রথমে ঘাবড়ে গেলেও পড়ে সামলে নিলেন নিজেকে। সোশাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে হলুদ লহেঙ্গা পরে ক্য়ামেরার সামনে পোজ দিচ্ছেন মালাইকা। আচমকাই পোশাক ঠিক করতে গিয়ে আলগা হল মালাইকার ব্লাউজের স্ট্যাপ! চটজলদি ব্লাউজ ঠিক করে নিলেন মালাইকা।
View this post on Instagram
অন্য খবর দেখুন