কলকাতা: মালাইকা অরোরা (Malaika Arora) ও অর্জুন কাপুরের (Arjun Kapoor) প্রেম এখন অতীত। সম্পর্ক ভাঙা-গড়ায় জীবন থেমে থাকে না। পঞ্চাশে এসে মালাইকার জীবনে ফের প্রেম কড়া নাড়ছে। শুধু তাই অম্বানিদের মেগাবাজেট বিয়ে থেকে শতহস্ত দূরে ছিলেন মালাইকা অরোরা। কোথায় সময় কাটাচ্ছেন তিনি? তিনি এই মুহূর্তে রয়েছেন বিদেশে। তাঁর ঘুরতে যাওয়ার নানা নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মালাইকা। আর সেখানে সন্ধান মিলেছে তাঁর মনের মানুষেক। কে সে চলুন দেখে নেওয়া যাক…
আরও পড়ুন: জয়াকে আগলে মাথায় ছাতা ধরলেন অমিতাভ
কয়েক মাস আগেই অর্জুনের কপূরের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী মালাইকা অরোরা। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই রহস্যময় পুরুষের ছবি পোস্ট করলেন। কে সেই পুরুষ? এখন এই প্রশ্ন ঘুরছে বলিউডের অন্দরে। মালাইকা এই মুহূর্তে স্পেনে ছুটি কাটাচ্ছেন। তাঁর মেদহীন শরীরে বিকিনি পরা ছবি নেটদুনিয়ার ঘাম ঝরিয়ে ভক্তদের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে ধরা পড়ল স্পেনের খাবার-সহ নানা মুহূর্ত। আবছা অবস্থায় দেখা যাচ্ছে এক সুদর্শন পুরুষকে। প্রশ্ন উঠেছে, মালাইকার পোস্টে সাদা শার্ট পরা কে ওই রহস্যময় পুরুষ?যদিও পুরুষটি মুখ ব্লার করা। মনে করা হচ্ছে মালাইকা রহস্যময় পুরুষের পরিচয় গোপনে রাখতে চাইচ্ছেন। অনেকেরই অনুমান ওই রহস্যময়ের সঙ্গেই স্পেন ছুটি উপভোগ করছেন তিনি। যদিও মালাইকা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
অন্য খবর দেখুন