মুম্বই: নয়ের দশকের সাড়া জাগানো নায়িকা করিশ্মা কাপুর (Karishma Kapoor’s Brithday)। তাঁর সৌন্দর্যের জাদুতে পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিলেন৷ নিজের অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন। বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। শুধু অভিনয় নয় তাঁর ফ্যাশনেও ছিল আলাদা ঝলক। সেই সময় তাঁর পোশাকে তাক লেগে যেত সকলের। মঙ্গলবার বলিউডের ডিভা করিশ্মা কপুর পা দিলেন পঞ্চাশে।
সেই ১৬ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি। বলিউডে কারিশ্মা কাপুরের (Karishma Kapoor) পথচলা শুরু হয় ১৯৯১ সালে। প্রফেশনাল জীবন থেকে ব্যক্তিগত জীবনের ঘাতপ্রতিঘাত পেরিয়ে ৫০-ও পা দিলেন করিশ্মা। জন্মদিনে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছে কারিনা, মালাইকা থেকে ভক্তরা। কারিনা এবং করিশ্মার একে অপরের খুবই কাছের। দুই বোনকে দেখা যায় ব্যক্তিগত সময় কাটাতে। এদিন কারিনা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে করেছেন। সেখানে রয়েছে করিশ্মার ছোটবেলার ছবি থেকে শুরু করে নতুন প্রজন্মের সঙ্গে তাঁর ছবিও। করিশ্মার দুই ছেলে মেয়ে এবং করিনার দুই ছেলেকে নিয়ে, বাবা-মা রণধীর ববিতার সঙ্গে নানা মুহূর্ত ধরা পড়েছে সেখানে। বেবো দিদিকে মনে করিয়ে দিয়েছেন, ‘৫০-ই হল নতুন ৩০’। বয়স, নিয়ে ভাবার কোনও কারণ নেই।
View this post on Instagram
মালাইকা (Malaika Arora) বন্ধু কারিশ্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। বন্ধুদের সঙ্গে কারিশ্মার একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন, ৫০-ও তুমি তরুণী। আজও আগের মতো সব কিছুতে সাবলিল। শুভ জন্মদিন। অনেক ভালোবাসা।
View this post on Instagram
আরও পড়ুন: বিশেষ ভাবে সক্ষম অনুরাগীকে ধাক্কা, ক্ষমা চাইলেন নাগার্জুন!
কারিশ্মা অভিনয় কেরিয়ারে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হল ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল তো পাগাল হ্যায়’, ‘কুলি নাম্বার ওয়ান’, ‘জানোয়ার’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘রাজা বাবু’, ‘আনাড়ি’, ‘শক্তি- দ্য পাওয়ার’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘জিত’, ‘দুলহান হাম লে যায়েঙ্গে’, ‘সাজান চালে সাসুরাল’, ‘জিগার’ ও ‘চাল মেরে ভাই’ ইত্যাদি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘মার্ডার মুবারক’ ছবিতে।
অন্য খবর দেখুন