নয়াদিল্লি: চুপ করে বোসো। না হলে চলে যাও- তেলঙ্গানার (Telengana) কালওয়ালকুর্তির একটি নির্বাচনী জনসভায় দলীয় কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে এমনই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ৮১ বছরের কংগ্রেস সভাপতি অসহায়। কংগ্রেস কর্মীরা তাঁকে সম্মান দেয় না।
সেসময় তেলেঙ্গানায় ক্ষমতায় এলে কংগ্রেস কী কী করবে তার কথা শোনাচ্ছিলেন প্রবীণ নেতা। সেসময় দলীয় কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তাঁকে বলতে শোনা যায়, আপনাদের মুখে যা আসছে আপনারা বলছেন। সর্বভারতীয় কংগ্রেসের নেতা বলছেন। অথচ আপনারা শুনছেন না। আপনারা হয় শুনুন। না হলে বাড়ি চলে যান। এটাকে তুলে ধরে অমিত মালব্য লিখেছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। মল্লিকার্জুন খাড়্গে কংগ্রেস সভাপতি হওয়া সত্ত্বেও জনসভাতে অপদস্থ হন। তিনি অসহায়ভাবে দলীয় কর্মীদের প্রতি চিৎকার করেন। যাঁরা তাঁকে সম্মান দেয় না। গান্ধীরা তাঁকে রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট বানিয়ে রেখেছেন। রাজস্থানে তাঁর ছবি অদৃশ্য হয়ে গিয়েছে। সেখানে গেহলত এবং রাহুল গান্ধীর ছবি শোভা পাচ্ছে। মল্লিকার্জুন খাড়্গে দলিত বলেই কী তাঁকে অপমান করা হচ্ছে?
আরও পড়ুন: কলকাতায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার
এটাই প্রথমবার নয়। এর আগেও বিজেপি এধরনের কথা বলেছেন মল্লিকার্জুন খাড়্গেকে নিয়ে। মার্চে কর্নাটকের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাড়্গেকে বলেছিলেন, রিপোর্ট কন্ট্রোল পার্টি প্রধান।
আরও খবর দেখুন