skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollটলিউডের নারী সুরক্ষায় বিশেষ কমিটি
Ritabhari Chakraborty

টলিউডের নারী সুরক্ষায় বিশেষ কমিটি

হেমা কমিটির আদলে বাংলায় ৫ সদস্যের বিশেষ কমিটি

Follow Us :

কলকাতা: আরজি কর-কাণ্ডের মধ্যেই টলিউডে কাস্টিং কাউচের অভিযোগ। এর মধ্যেই মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। যদিও মমতার সঙ্গে অভিনেত্রীর কী নিয়ে কথা হয়েছে তা জানা না গেলেও, বুধবার ঋতাভরীর পোস্ট দেখে স্পষ্ট হয়ে যায় তাঁদের দুজনের মধ্যে কী কথাবার্তা হয়েছে। দাক্ষিণাত্যের হেমা কমিটির ধাঁচে বাংলাতেও হেনস্তা রুখতে কমিটি। হেমা কমিটির আদলে বাংলায় ৫ সদস্যের বিশেষ কমিটি গঠন হবে।

আরও পড়ুন: জন্মদিন, মনখারাপ ইমনের

কিছুদিন আগে স্যোশাল মিডিয়ায় ঋতাভরী পোস্ট জানিয়েছিলেন, অতীতে তিনি টলিপাড়ায় যৌন হেনস্থার শিকার হয়েছেন। মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। বাংলা চলচ্চিত্র জগতে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না কেন?’ এবার টলিপাড়ায় নারীনিগ্রহ রুখতে তৎপর ঋতাভরী। সেই নিয়ে আলেচনা করতে মঙ্গলবার নবান্নে যান অভিনেত্রী। ঋতাভরী জানিয়েছেন যে তিনি দিদির কাছে এই কমিটি তৈরির অনুরোধ করেছিলাম। যেটা নিয়ে মঙ্গলবার আলোচনা হল। ঋতাভরী বুধবার যে পোস্ট করেছেন তাতে লেখা রয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেমা কমিটির মতো কমিটি তৈরির আর্জিতে সাড়া দিয়েছেন। আমি অনুরোধ করেছি এই কমিটিকে কোনও রাজনীতি বা চলচ্চিত্র জগতের কাউকে যেন না রাখা হয়। কমিটিতে থাকছেন প্রাক্তন বিচারপতি থেকে চিকিৎসক, আইনজীবী, যাঁরা বাংলা ইন্ডাস্ট্রিতে হওয়া য়ৌন হেনস্থা নিয়ে অভিযোগ করলে তদন্ত করবেন এবং রিপোর্ট তৈরি করবেন।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular