কলকাতা: শনিবারই উপনির্বাচনের ফল প্রকাশের পরই সোমবার কর্মসমিতির বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল চারটেয় কালীঘাটে হবে বৈঠক (Mamata Banerjee Calls Meeting Kalighat)। উপস্থিত থাকবেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সুব্রত বক্সি -সহ কর্মসমিতির সদস্যরা। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠিক স্তরে রদবদলের পরিবর্তন আনতেই আলোচনার জন্য এই বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো।
আগামিকাল শনিবার রাজ্যের পাঁচটি জেলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ। বিধানসভা ভোটের আগে এই উপনির্বাচনকে তৃণমূলের প্রি টেস্ট বলা যেতেই পারে। উপনির্বাচনের ফলাফল যে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত সামনেই ২০২৬-এর আসন্ন বিধানসভা নির্বাচন। চতুর্থবারের জন্য নীল বাড়ি দখলের নকশা তৈরি করতে, দলের শীর্ষ নেতৃত্ব সঙ্গে আলোচনায় বসে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে ভোটের ফল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এই উপনির্বাচনের ফল দেখেই রাজ্যের কোন কোন জায়গায় নিজেদের মাটি শক্ত করতে হবে সেই নিয়ে খড়সা তৈরি হতে পারে। দলকে সাংগঠনিক দিক দিয়ে শক্ত করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেই আলোচনাও হতে পারে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই রণকৌশল সাজাতে একাধিক বিষয় আলোচনা হতে পারে এই বৈঠকে।
উল্লেখ্য তৃণমূলের অন্দরে বেশকিছুদিন ধরে নবীন-প্রবীনের দ্বন্দ্ব দেখা দিয়েছে। একাধিকবার প্রকাশ্যে শীর্ষ নেতাদের দলেরই একাংশের বিরুদ্ধে মুখ খুলতেও দেখা গিয়েছে। যা নিয়ে রাজ্য রানীতিতে চর্চার শেষ নেই। এই নবীন-প্রবীনের দ্বন্দ্ব দলের মাথা ব্যাথার কারণ হয়েছে দাঁড়িয়েছে। বৈঠকে এই নিয়েও আলোচনা হতে পারে। প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিষেককে বলতে শোনা গিয়েছিল দলের যত হেভিওয়েট হওনা কেন, আগে কাজ। অর্থাৎ পদাধিকারের ক্ষেত্রে কাজই প্রাধান্য পাবে। মনে করা হচ্ছে দলের সেকেন্ড ইন ক্যামান্ডের এই কথা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগেই এই রদবদলের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে। শোনা যাচ্ছে দলের শীর্ষ নেতাদের মধ্যেও। তাছাড়া সামনেই শুরু হতে চলেছে বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। সংসদে ঝড় তুলতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা হবে।
দেখুন ভিডিও