কলকাতা: শহরে একের পর এক পথ দুর্ঘটনায় চিন্তায় রাজ্য সরকার। সমস্যার সমাধানে জরুরি বৈঠক নবান্নে। বৈঠকে উপস্থিত থাকবেন পুর ও নগরোন্নয়ন ও পরিবহণ দপ্তরের কর্তারা।
বুধবার সল্টলেকে দুটি বাসের রেষারেষিতে প্রাণ হারায় চতুর্থ শ্রেণীর পড়ুয়া। ২১৫এ রুটের দুটি বাসের মধ্যে চলছিল রেষারেষি। ঘটনার পর এলাকায় বাড়ে স্থানীয় মানুষের ক্ষোভ। ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আমজনতা। দুর্ঘটনার প্রেক্ষিতে একটি জরুরি বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: পারা পতনের শুরু, চলতি সপ্তাহ থেকেই শীতের আমেজ? জানুন বাংলায় শীতের আপডেট
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আজ বৈঠকে বসবেন। এ ছাড়া রাজ্যে ডিজি রাজীব কুমার, কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার, বিভিন্ন সরকারি নিগমের প্রতিনিধি, বেসরকারি বাস ও অন্যান্য যানবাহনের মালিকদের প্রতিনিধিরাও থাকবেন।
প্রসঙ্গত, বেপরোয়া গতিতে দুটি বাস রেষারেষি করার সময় একটি স্কুটিতে জোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেও মৃত্যু হয় ওই পড়ুয়ার। সম্প্রতি বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণীর ছাত্রের। অভিযোগ উঠেছিল পুলিশি নজরদাড়ির। তবে সল্টলেকের এই ঘটনাও আরও একবার সেই প্রশ্ন উস্কে দিল।
দেখুন আরও খবর: