কলকাতা: বাংলায় জোট হলেও যে তৃণমূল বহরমপুর কেন্দ্র কংগ্রেসকে ছেড়ে দিত না, তা খোলসা করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বহরমপুর কিংবা অধীর চৌধুরীর নাম মুখে আনেননি। বুধবার মালদহে সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে তিনি রাজনীতি নিয়ে অনেক কথাই বলেন। তার মধ্যেই আসে আসন সমঝোতার কথাও। তৃণমূল নেত্রী বলেন, আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই। দুটো এমপি আছে। একটা মালদহ দক্ষিণে। আরও একটা আছে (পড়ুন বহরমপুর)। আমি মালদহের দুটো আসন ছেড়ে দিচ্ছি। আমরা জিতিয়ে দেব। কংগ্রেস বলল, না। আমাদের আরও চাই। আমি বললাম, তোমাদের একটাও দেব না। তুমি সিপিএমের সঙ্গ ছাড়। সিপিএম তোমার নেতা। সিপিএমকে আমি কখনও ক্ষমা করব না। ওরা আমার উপর কত অত্যাচারই না করেছে।
২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস মালদহ দক্ষিণ এবং বহরমপুর কেন্দ্রে জয় পায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ বহরমপুর থেকে। মালদহ দক্ষিণের সাংসদ কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী (ডালু)। তিনি ২০১৪ সালেও জয়ী হন। গত বিধানসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্র্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটিতে জয় পায় তৃণমূল। বহরমপুর বিধানসভা কেন্দ্রে জেতে বিজেপি।
আরও পড়ুন: রাহুলের গাড়ির কাচ ঢিল ছুড়ে ভাঙেনি, দাবি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের
কিছুদিন আগে অধীর খোদ মমতাকেই বহরমপুরে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেন, সাহস থাকলে বহরমপুরে আমার বিরুদ্ধে দাঁড়ান আপনি। কিংবা মালদহ দক্ষিণে দাঁড়ান। তাঁর বক্তব্য ছিল, দুটো আসন ছাড়ার দয়া দেখানোর মমতা কে। কংগ্রেস কারও দয়া চায় না। আমরা নিজেদের ক্ষমতায় লড়ব। ২০১৯ সালের লোকসভা ভোটে মালদহ দক্ষিণ এবং বহরমপুরে সিপিএম প্রার্থী দেয়নি। দুই কেন্দ্রেই সিপিএমের অনেক ভোট ডালুবাবু এবং অধীরের দিকে গিয়েছিল। সেই রাগ থেকেই এবার বহরমপুর অধীরকে ছাড়তে রাজি ছিলেন না মমতা। এদিন সেই কথা তিনি মালদহের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে খোলাখুলি জানিয়েও দেন। মমতা
বুধবারও লোকসভা ভোটে বাংলায় একা লড়াইয়ের বার্তা দিয়ে বলেন, বিজেপিকে হারাতে তৃণমূল একাই যথেষ্ট। কংগ্রেস সিপিএমের হাত ধরে আদতে বিজেপিকে শক্তিশালী করছে। তৃণমূলের মাঝারি স্তরের নেতারা আবার অধীরকে বিজেপির দালাল বলে গাল দিয়ে চলেছেন। মালদহে যখন তৃণমূল নেত্রী কংগ্রেসকে আক্রমণ করছেন, তখনই অদূরে মালদহের হরিশ্চন্দ্রপুরে ন্যায় যাত্রায় ব্যস্ত ছিলেন। বিকেলে মমতা মালদহ ছেড়ে মুর্শিদাবাদের বহরমপুরে যান। রাহুলের এদিন মালদহে রাত্রিবাস করার কথা। বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ যাবেন মুর্শিদাবাদে।
দেখুন আরও অন্যান্য খবর: