কলকাতা: বর্যায় মানুষকে পাহাড়ে যেতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, বর্যায় কেউ পাহাড়ে যাবেন না। ওই সময় অ্যাডভেঞ্চার না করাই ভালো। গরমে যান।
এদিন উত্তরবঙ্গের (North Bengal Heavy Rainfall) অতিবৃষ্টিজনিত পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, উত্তরবঙ্গ বন্যায় ভাসছে (North Bengal is flooded)। আমাদের নজর রাখতে হবে। প্রকৃতির উপর তো কারও হাত নেই। তবু সতর্ক থাকতে হবে। পাহাড়ে ধস নামছে। সিকিমে গিয়ে অনেক পর্যটক আটকে পড়েছেন। তাঁদের ফিরিয়ে আনতে হবে। আমি জেলাশাসক, গ্রামোন্নয়ন দফতর-সহ সকলকে বলব, বর্যায় বিদ্যুতের তারে কারেন্ট হয়। কেউ হাত দেবেন না। বাজ পড়লে টিভি বন্ধ করে দেবেন। রাস্তার আলো কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখুন।
আরও পড়ুন: জল নিয়ে রাজনীতি করছে কেন্দ্র, তোপ মমতার
মুখ্যমন্ত্রী বলেন, মালদহ এমনিতে ঠিক আছেষ সেখানে গঙ্গার ভাঙনের সমস্যা রয়েছে। যেসব বাড়ি ভাঙনের ফলে তলিয়ে গিয়েছে, সেগুলি নতুন করে তৈরি করে দেবে বলে কেন্দ্র জানিয়েছিল। কিছু করেনি। ৭০০ কোটি টাকা দেয়নি আমাদের। তিনি জানান, দুই দিনাজপুরের অবস্থা এখন স্বাভাবিক। এখন থেকে জেলাশাসকদের সঙ্গে কথা বলে ব্যবস্থা সেরে রাখতে হবে। ডিভিসিকে পরিষ্কার বলে দিচ্ছি, যখন তখন জল ছাড়া যাবে না। আমাদের সঙ্গে কথা না বলে জলাধার থেকে জল ছাড়া যাবে না। ডিভিসি জল ছাড়লে আমাদের আরামবাগ, খানাকুল, মেদিনীপুর, ঝাড়গ্রাম ভাসে। মুকুটমণিরপুর থেকে জল ছাড়লে বাঁকুড়া, দুর্গাপুর ভাসে। ডিভিসিকে প্রতিদিন জল ছাড়ার রিপোর্ট দিতে হবে।
অন্য খবর দেখুন