কলকাতা: আধার কার্ড বাতিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) আগে কেন এসব করা হচ্ছে, এর পিছনে কেন্দ্রের কী পরিকল্পনা, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। সোমবার নাবন্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলায় এনআরসি করতে দেব না। এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। যাদের আধার কার্ড বাতিল তাদের আমরা আলাদা কার্ড দেব। এর জ্নয ওয়েব পোর্টাল করা হয়েছে। মঙ্গলবার থেকে ওই পোর্টাল কাজ শুরু করবে। তাঁর অভিযোগ সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল করা হয়েছে। গায়ের জোরে কেন্দ্রীয় সরকার যা খুশি তাই করে চলেছে। আধারা কার্ড নিয়ে কোনও ছেলেখেলা করতে দেব না। আধার বাতিলের নেপথ্যে এনআরসি রয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করছে কেন্দ্র। যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে আধারের বিকল্প কার্ডের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পমনা করে লোকসভা ভোটের আগে আধার কার্ড বাতিল করছে। বাংলার মানুষকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে। সমস্যা সমাধানে রাজ্যের তরফে বিকল্প কার্ডের ব্যবস্থা করা হবে বলেও জানান মমতা।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৫)
আধার কার্ড প্রসঙ্গে এদিন নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত নিষ্ক্রিয় আধার কার্ড সক্রিয় হয়ে যাবে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। আধার কার্ডের রাঁচি আঞ্চলিক কার্যালয়ের ভুলের জন্যই কিছু আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বলে তাঁর দাবি। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, একদিনের মধ্যে নয় এই সমস্যা মিটতে দু থেকে চারদিন সময় লাগবে। নিজের এক্স হ্যান্ডেলে তিনি নম্বর প্রকাশ করেছেন, তাতে বলেছেন যাদের কার্ড বাতিল হয়েছে তারা একটা ফর্ম ফিলাম করুণ। আমি নিজে দায়িত্ব নিচ্ছে, শুধু বাংলায় নয় সারা দেশের মানুষের সমস্যা সমাধান হবে।
অন্য খবর দেখুন