কোচবিহার: মঙ্গলবার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বিজেপির রাজ্যসভা সদস্য অনন্ত মহারাজের (Ananta Maharaj) চকচকার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য নিজের বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রীর গলায় রাজবংশীয় উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান তিনি। অনন্ত-মমতা সাক্ষাতকার নিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও দুজনেই এটিকে সৌজন্যমূলক সাক্ষাতকার বলে দাবি করেছেন।
লোকসভা ভোটে জয়ের পর উত্তরবঙ্গে পৌঁছে কোচবিহারে পা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পরই বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান মমতা। সেখান থেকে হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী। সোমবার রাতে কোচবিহার (Cooch Behar) পৌঁছে সার্কিট হাউসে রাত্রিবাস করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মদনমোহন মন্দিরে পুজো দেন মমতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার শীর্ষ নেতৃত্ব। পুজো দিয়েই অনন্ত মহারাজের (Ananta Maharaj) বাড়িতে যান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় আদালতে রিপোর্ট পেশ রাজ্যের
কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজবংশী নেতা অনন্ত মহারাজ। অতীতে তিনি কখনও তৃণমূল, কখনও বিজেপির সঙ্গে সখ্য বজায় রেখে চলেছেন। পৃথক রাজ্যের দাবিতে অনন্ত মহারাজ একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। একাধিকবার তিনি বৈঠক সেরে কোচবিহারে এসে দাবি করেন, আলোচনা ফলপ্রসূ। খুব শীঘ্রই কোচবিহার পৃথক রাজ্যের মর্যাদা পাবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। কোচবিহার রাজ্যের দাবিদার অনন্তকে চাপে রাখতে বিজেপি তাঁকে রাজ্যসভার সাংসদ করেন। কিন্তু পরবর্তীকালে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। ইতিমধ্যে লোকসভা ভোট এসে পড়ে। এবার কোচবিহারে বিজেপির নিশীথ প্রামাণিককে হারানো ছিল তৃণমূলের অন্যতম লক্ষ্য। এর জন্য ভোটের প্রথম পর্বের অনেক আগে থেকেই মমতা কার্যত উত্তরবঙ্গে ঘাঁটি গেড়ে বসেছিলেন।
তৃণমূল সূত্রের খবর, নিশীথকে হারানোর জন্য তাদের অনন্ত মহারাজের সাহায্য দরকার ছিল। কারণ কোচবিহারের রাজবংশী ভোটের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করেন তিনি। সূত্রের খবর, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে অনন্ত মহারাজের কথাও হয়েছিল। এবার ভোটের ফলাফলে দেখা গিয়েছে, তৃণমূলের প্রার্থী জগদীশ বসুনিয়া যেমন বংশীবদনের হাতে থাকা রাজবংশী ভোট পেয়েছেন, তেমনি অনন্তর হাতে থাকা রাজবংশী ভোটও জগদীশ পেয়েছেন। সেই আবহে মঙ্গলবার মমতা-অনন্ত সাক্ষাতকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনে কোচবিহারে জয়ের পর জগদীশ বর্মা বসুনিয়া জানিয়েছিলেন, ভোটে অনন্ত মহারাজ তাঁকে সমর্থন করেছিলেন। তাঁর সমর্থনেই তিনি এত বিপুল ভোটে জিতেছিলেন।
দেখুন ভিডিও