কলকাতা: দীঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple Digha) কাজ এপ্রিল মাসে শেষ হয়ে যাবে। পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2023) উদ্বোধনী মঞ্চ থেকেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনের আগে আগামী জানুয়ারি মাসে অযধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলের মতো ভোটের আগে হিন্দু ভোট ব্যাঙ্ক বাড়াতেই এই কৌশল। শুক্রবার মমতার গলায়ও একই সুর শোনা গেল। এপ্রিলেই জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ তুললেন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চে।হিন্দু ভোটের বাড়ানও লক্ষ্য। প্রতিবারের মতো এবছরেও পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মমতা। পোস্তার মঞ্চ থেকেই শুক্রবার চন্দননগরের বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বলেন, পোস্তর জায়গা নিয়ে মামলা চলছে। এটা রাজ্য সরকারের জায়গা। কলকাতার মেয়রকে মাথায় রেখে কমিটি গঠনের নির্দেশ। পোর্ট ট্রাস্টে ব্যক্তিরা এসে কাগজ দেখালেই হবে না। তিনি বলেন, কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলে একজন মার্কেটিং বাজার তৈরির নির্দেশ বেচারাম মান্নাকে। পোস্তা মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরেই পার্কিং নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন ব্যবসায়ী সংগঠন। পার্কিং নিয়ে এবার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কেউ পার্কিং করলে পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণের কথা জানালেন তিনি। বড়বাজার চত্বরে তোলাবাজি বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী। রশিদ ছাড়া টাকা নিলে গ্রেফতারের নির্দেশ দেন। ফাঁকা জমি না জেনে কিনে বিপদে পড়ছেন সাধারণ মানুষ। ঠকে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বলেন, কোনও দালাল, কোনও মাফিয়া যদি কারও নামে টাকা তোলে, আপনাদের অসুবিধা করে, তা হলে ব্যবস্থা নিতে হবে। প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বেঞ্চ গড়ল হাইকোর্ট
পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে একথা বলেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বিজ্ঞাপনসর্বস্ব বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। আমরা কাজ করি, আর ওরা বিজ্ঞাপন করে। নির্বাচন সামনে আসছে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে বলে আক্রমণ বিজেপিকে। এদিন মমতার বক্তব্যে বিশ্বকাপের প্রসঙ্গ উঠে আসে। তিনি বল্ন, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হবে। ওদের প্র্যাকটিস পোশাক গেরুয়া করে দেয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস জার্সির রং বদলকে কেন্দ্রের গেরুয়াকরণের চেষ্টা। মেট্রোকে গেরুয়া করে দিচ্ছে। মায়াবতীকে দেখেছি নিজের নামে স্ট্যাচু বানাতে। এবার একজনকে দেখছি নিজের নামে স্টেডিয়াম বানিয়ে ফেলছে বলে আক্রমণ প্রধানমন্ত্রীকে।
পাশাপাশি জগদ্ধাত্রী পুজো বিশেষ করে চন্দননগরের দিকে নজর রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির মন্ত্রীদের বিশেষভাবে সতর্ক থাকার কথা জানান মমতা। আজ জগদ্ধাত্রী পুজোর চতুর্থী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেই নজর দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর।
আরও অন্য খবর দেখুন