কলকাতা: ধর্নার ২৬ ঘণ্টা পার, এখনও স্বাস্থ্য ভবনের (Junior Doctor Swasthya Bhawan Abhijan) সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। নবান্ন-আন্দোলনকারী বৈঠকের কাটল না জট। মুখ্যসচিবের পাঠানো ইমেলে সন্ধ্যা ৬টায় নবান্নে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল। সেই বৈঠকের আগেই নবান্নকে পাল্টা ইমেল পাঠালো জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। চিকিৎসকদের দাবি, তারা বৈঠকে রাজি। কিন্তু তাঁদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উপস্থিতি থাকতে হবে। শুধুমাত্র মুখ্যসচিবের সঙ্গে তাঁরা বৈঠক করবেন না। নবান্নের বৈঠকে ৩০ জন প্রতিনিধি উপস্থিত থাকবে। পুরো বৈঠক লাইভ স্ট্রিমিং (Meeting Wants Live Streaming) করতে হবে। কিঞ্জল জানান, তাঁদের দাবি না মানা হলে, সেই মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে মিঠুন
সরকার পক্ষের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনা নিয়ে জটিলতা এখনও কাটল না। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা চেয়ে নবান্নের তরফে ইমেল করেন মুখ্যসচিব। জানানো হয়, বৈঠক হতে পারে। প্রথমে সরকার পক্ষ থেকে আন্দোলনকারীদের ১০ জনের প্রতিনিধিদলকে ডাকা হয়েছিল আলোচনার জন্য। কিন্তু, বলা হয়েছিল আসতে পারবেন ১২ থেকে ১৫ জন জুনিয়র চিকিৎসক। আসতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। এবার সেই চিঠির পাল্টা চিঠি দিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট দাবি, গোটা বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। বৈঠকে থাকতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়াকে। সঙ্গে তাঁদের আগে থেকে বেঁধে দেওয়া পাঁচ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। ইতিমধ্যে নবান্নে পাঠানো ই-মেলে এই পাঁচ দফা দাবির কথা জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।
দেখুন ভিডিও