কলকাতা: উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে (Kanchenjunga Express Accident) দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রককে (Indian Railway) বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনাস্থল পরিদর্শনের করে আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান তিনি। সেখানে ভর্তি সকলের সঙ্গে কথা বলেন। পরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রেলমন্ত্রক যাত্রীদের সুযোগ-সুবিধার দিকে নজর দেয় না। রেল বাজেটও উঠিয়ে দিয়েছে। রেল সফরের নিরাপত্তাহীনতার বোধ করেন সাধারণ মানুষ।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বাইরে দাঁড়িয়ে সন্ধ্যায় ফের রেলের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, যাত্রী সুরক্ষার দিকে একেবারেই নজর দিচ্ছেনা রেল। বন্দে ভারতের নামে শুধুই প্রচার হচ্ছে। আর কিছু হচ্ছে না। বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে অন্যান্য ট্রেনের পরিকাঠামো উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হয়নি। যার জন্য এই বেহাল দশা। এসব বলতে খারাপ লাগছে। কিন্তু বলতেই হচ্ছে, রেলের চূড়ান্ত গাফিলতির পরিণাম এই দুর্ঘটনা। পাশাপাশি তিনি বলেন, আমি রেলকর্মীদের পাশে রয়েছি। যাত্রীনিরাপত্তার জন্য পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া হচ্ছে না। রেলের বাজেট তুলে দিয়েছে। গোটাটাকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজনীতি করার সময় নয়, ফোকাস রেসকিউ-চিকিৎসা, মন্তব্য রেলমন্ত্রীর
তিনি আরও বলেন, আমাদের অফিসার ও স্থানীয় লোকরা অনেক সাহায্য করেছেন। অনেক মাইনরিটি ছেলেমেয়েরা ঈদ থাকা সত্ত্বেও ছুটি না নিয়ে কাজে অংশ গ্রহণ করেছে। আমার জুনিয়ার ডাক্তার ও সিনিয়র ডাক্তারা যৌথ উদ্যোগে কাজ করেছেন। তিনি বলেন, একজনের অবস্থায় একটু সংকটজনক। সকলের স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সবার চিকিৎসা চলছে। বাড়়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা নর্থ বেঙ্গল স্টেট বাসে অনেককে শিয়ালদহ পৌঁছনোর ব্যবস্থা করে দিয়েছি। আহতদের চিকিৎসা নিয়ে সবরকম আশ্বাস দেন।
দেখুন ভিডিও