মালদহ: লোকসভা ভোটে (2024 Lok Sabha Elections) বাংলায় একলা চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মালদহে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বাংলায় শুধু নয়, দেশেও বিজেপিকে (BJP) হারাতে পারলে শুধু তৃণমূলই পারবে। মমতার দাবি, বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়ছে। তাঁর হুঁশিয়ারি, সিপিএমের হাত না ছাড়লে কংগ্রেসের (Congress ) সঙ্গে কোনও কথা নয়। তৃণমূল নেত্রীর অভিযোগ, বিজেপির হাত শক্ত করতে সিপিএমকে সঙ্গে নিয়ে লড়াই করতে চায় কংগ্রেস। তিনি বলেন, মালদেহ পরপর দুবার লোকসভা ভোটে জিতে কোনও কাজ করেনি কংগ্রেস। বাংলায় কংগ্রেসের কোনও শক্তি নেই। গত লোকসভা ভোটে যে দুটি আসনে তারা জিতেছিল, সেই দুটিই আমরা দিতে চেয়েছি। কিন্তু কংগ্রেস আরও বেশি আসন দাবি করছে।
মমতা যখন মালদহের সভায় এ সব বলছেন, তখন মালদহেরই হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ঢুকেছে বিহার থেকে। সেই যাত্রায় ভিড়ও হয়েছে চোখে পড়ার মতো। গত দুদিন ধরে তৃণমূল নেত্রী উত্তরবঙ্গ সফর করছেন। যেখানে যেখানে তিনি সভা করেছেন, সেখানেই মমতা কংগ্রেসের সমালোচনা করেছেন। লোকসভা ভোটে একলা চলার বার্তা দিয়েছেন। পক্ষান্তরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনও বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার ব্যাপারে আশাবাদী।
আরও পড়ুন: হরিশচন্দ্রপুরে ন্যায় যাত্রায় ভাঙল গাড়ির কাচ
মঙ্গলবারই কংগ্রেসের জাতীয় মুখপাত্র জয়রাম রমেশ বলেন, সকলকেই কিছু ছাড়তে এবং দিতে হবে। তিনি তৃণমূল নেত্রীকে রাহুলের ন্যায় যাত্রায় শামিল হওয়ার অনুরোধ করেন। কিন্তু তৃণমূলের তরফে কোনও সাড়া মেলেনি। এদিকে এদিনও মালদহের সভায় বিএসএফকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি এবং বালুরঘাটের সভার মতোই মমতা বিএসএফ সম্পর্কে জেলার মানুষকে সতর্ক করেন।
আরও অন্য খবর দেখুন