কলকাতা: আরজি করের দোষীদের শাস্তি চেয়ে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করি, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিকিৎকদের কাজে ফেরার অনুরোধ (Mamata Banerjee Request Doctors Join Work) করেন তৃণমূল নেত্রী। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে খেকে নির্যাতিতার দ্রুত বিচারের দাবি তোলেন তিনি। এইসঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন এবার দয়া কারে কাজে ফিরুন আপনারা। রোগীদের স্বার্থে চিকিৎসকদের পরিষেবা স্বাভাবিক করতে অনুরোধ করেন তিনি।
আরও পড়ুন: ১৬ দিন হয়ে গেল কোথায় গেল বিচার? প্রশ্ন মমতার
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে (Doctors Protest For RG Kar) টানা প্রতিবাদ চলছে জুনিয়র ডাক্তারদের। আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। তিনি জানান,’আজও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে। আমি চাই, তাঁরা ভাল করে করুক। আমি ওদের আন্দোলনকে সমর্থন করি। আপনারা তো অঙ্গীকারবদ্ধ, মানুষকে সেবা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টও অনুরোধ করেছে, সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গিয়েছেন। যাঁরা গরীব, যাঁরা বড় হাসপাতালে চিকিৎসা করাতে পারেন না। তাঁরা কোথায় যাবেন ?একজন অন্তঃসত্ত্বার যদি ডেলিভারির সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারি করেন। সে কি অপেক্ষা করতে পারেন! তার তো একটা সময় থাকে। আমি কোনও পদক্ষেপ নিতে চাই না। কারও বিরুদ্ধে এফআইআর করলে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনাদের দুঃখ, অভিমান, ক্ষোভ থাকতে পারে। আপনারা বিচার চাইছেন। সরকারের মানবিক মুখ আছে। আমি আরও ডাক্তার তৈরি করতে চাই। এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন।
দেখুন ভিডিও