কলকাতা: ১৩ নভেম্বর রাজ্যে বেশ কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন, তার আগেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দুদিনের সফরে পাহাড়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী। নবান্ন সূত্রে খবর, সোমবার রাতেই তিনি পৌঁছে যাবেন দার্জিলিঙে। মঙ্গল ও বুধবার প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে জিটিএর (GTA ) সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং চৌরাস্তায় ‘সরস মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মমতা। বৃহস্পতিবার শিলিগুড়িতে ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে এখনও থেকেই প্রস্তুতি তুঙ্গে। যদিও মুখ্যমন্ত্রীর দু’দিনের দার্জিলিং সফরে ঘোষিত কোনও রাজনৈতিক কর্মসূচি নেই।
আরও পড়ুন: বউবাজারের টানেলে হাঁটলেন শীর্ষকর্তা, জানালেন ‘বড়’ সমস্যার কথা
পাহাড় সফর থেকে কলকাতায় ফিরে শুক্রবার রাজারহাটের আদিবাসী ভবনে বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বাহড়ে থাকাকালীন উত্তরবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্র – সিতাই ও মাদারিহাটে উপনির্বাচন। তারই মাঝে জিটিএ এবং পাহাড়ের অন্যান্য উন্নয়ন বোর্ডগুলির সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে আলোচনায় কী কী বিষয় উঠে আসে, সেদিকে নজর পাহাড়বাসীর।
অন্য খবর দেখুন