কলকাতা: আগামী ২ অক্টোবর মহালয়া। মহালয়ার আগেই শারদোৎসবের সূচনায় করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, মহালয়ার আগের দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করবেন তিনি। আগামী মঙ্গলবার লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে (Sree Bhumi Sporting Club) মুখ্যমন্ত্রী শারদোৎসবের সূচনা করবেন। এবছর শ্রীভূমির মণ্ডপ তৈরি হচ্ছে বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে। এটি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো বলেই পরিচিত। সুজিত জানিয়েছেন, আগামী মঙ্গলবার শ্রীভূমিতেই শারদোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তবে ওই দিন পুজোর উদ্বোধন হচ্ছে না।
আরও পড়ুন: বসাক বাড়ির পুজোয় বাড়ির থিমের ছোঁয়া
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেই শারদোৎসবের সূচনা করবেন মমতা। মহালয়ার দিন থেকে কলকাতা এবং জেলার একাধিক পুজোর উদ্বোধন শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর শ্রীভূমির পুজোয় বিশেষ চমক থাকে। ডিজনিল্যান্ড, ভ্যাটিকান সিটি, আবার কখনও বুর্জ খলিফার মণ্ডপ তৈরি করে চমকে দিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবার তিরুপতি মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। সুজিত বসু বলেন, মুখ্যমন্ত্রী আগামী মঙ্গলবার আমাদের মণ্ডপে এসে শারদোৎসবের সূচনা করবেন। তার পরের দিন, অর্থাৎ মহালয়ার দিন আমরা ক্লাবের সকলে পুজোর উদ্বোধন করব।
অন্য খবর দেখুন