কলকাতা: আরজি কর কাণ্ডে পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিকে বিশেষ নজর রয়েছে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতার। বৃহস্পতিবার রাজ্যের মেডিক্যাল কলেজের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খবর সূত্রের, বৃহস্পতিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের (Medical Colleges) অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সিভিল-ইলেক্ট্রিক্যাল ও আইটি আধিকারিকদেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বভাস, ভিজবে কোন কোন জেলা?
আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথায় মাথায় রেখে ‘রাত্তিরের সাথী’ প্রকল্প চালু করেছে রাজ্য। এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। রোগী পরিষেবা থেকে হাসপাতালগুলির পরিকাঠামো। কতটা এগিয়েছে রাত্তিরের সাথী প্রকল্পের কাজ? একাধিক বিষয় নিয়ে বৃহস্পতিবার নবান্নে আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য আরজি করের ঘটনায় আন্দোলরত জুনিয়র ডাক্তারদের দাবি দাওয়া মেনে নিয়েছে সরকার। এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে তৎপর রাজ্য। বৃহস্পতিবার নবান্নের সেই বৈঠক থেকে মেডিক্যাল কলেজগুলির উচ্চপদস্থ কর্তাদের কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।