কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলার মানুষের আধার কার্ড (Aadhaar Card) বাতিল হয়েছে। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে এনিয়ে চরম সমস্যায় সাধারণ মানুষ। এই সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিয়ে সুরাহা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চিঠিতে মমতা দাবি করেন, রাজ্যে প্রায় ৫০ হাজার আধার কার্ড বাতিল হয়েছে। আধার কার্ড বাতিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) আগে কেন এসব করা হচ্ছে, এর পিছনে কেন্দ্রের কী পরিকল্পনা, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। সোমবার নাবন্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলায় এনআরসি করতে দেব না। রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করছে কেন্দ্র। যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে আধারের বিকল্প কার্ডের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতাদের দাবি, আধার বাতিলের সমস্যা সমাধান করে দেওয়া হবে দ্রুতই।
আরও পড়ুন: যাদের আধার বাতিল, তাদের বিকল্প কার্ড দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
মমতা বলেন, কেন্দ্রীয় সরকার পরিকল্পমনা করে লোকসভা ভোটের আগে আধার কার্ড বাতিল করছে। বাংলার মানুষকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে। মমতার দাবি, সবচেয়ে বেশি মতুয়া, তফসিলি এবং সংখ্যালঘুদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবে বাংলাতেও অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরির চক্রান্ত করা হচ্ছে বলে। আধার কার্ডের এই সমস্যা নিয়ে মোদিকে লেখা চিঠিতে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোদির কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, লোকসভা ভোটের আগে এই মানুষজন চরম উদ্বেগের মুখে। সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। আধার কার্ড বাতিলের কোপ সবচেয়ে বেশি পড়েছে তফসিলি সম্প্রদায়ভুক্ত মানুষজনের উপর। প্রধানমন্ত্রী যেন বিষয়টি একটু সহমর্মিতার সঙ্গে দেখে সমাধানে হস্তক্ষেপ করেন, এই আবেদনে তাঁকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্য খবর দেখুন