কোচবিহার: রাজ্যের প্রাপ্য টাকা ১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র না মেটালে ফের আন্দোলনের হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কোচবিহারে ( Cooch Behar) এক সভায় তিনি বলেন, ১ তারিখ পর্যন্ত দেখব। তারপর হবে আন্দোলন। একশো দিনের কাজ (One hundred days work) এবং আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) টাকা যারা পাননি, তাদের নিয়ে আলাদা করে বৈঠক করব। তারপর আমি যা বলার বলব। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, টাকা না দিলে বয়েই গেল। আমরা আমাদের কাজ করে যাব।
শনিবার রাজভবনে এক অনুষ্ঠানের ফাঁকেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সাতদিন সময় দিলাম। তার মধ্যে কেন্দ্রীয় সরকার টাকা না বৃহত্তর আন্দোলন হবে। গত বছর দুমাস ধরে তৃণমূলের নবজোয়ার যাত্রায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধান হাতিয়ার ছিল রাজ্যের টাকার দাবি। সেই যাত্রা শেষে দুদিন ধরে অভিষেকের নেতৃত্বে দিল্লিতে ধরনা হয় একই দাবিতে। তৃণমূল নেতারা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি বলে তৃণমূলের অভিযোগ। উল্টে তাঁদের দিল্লি পুলিশ নিগ্রহ করে বলে অভিযোগ।
আরও পড়ুন: সময় পেরিয়ে গেলেও ইডি দফতরে দেখা মিলল না শাহজাহানের
দিল্লিতেই অভিষেক জানান, এরপর রাজভবনে ধরনা চলবে। দিল্লি থেকে ফিরে তৃণমূল রাজভবনের সামনে মঞ্চ বেঁধে ধরনা চালায়। পরে রাজ্যপাল অভিষেকদের সঙ্গে দেখা করে তাঁদের দাবি কেন্দ্রের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান। সেই আলোচনার প্রেক্ষিতে রাজভবনের ধরনা উঠে যায়। তখন অভিষেক বলেছিলেন, সাতদিন সময় দিলাম। কিছু না হলে ১ নভেম্বর থেকে তীব্র আন্দোলন হবে। সেই আন্দোলনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ও শামিল হবেন। কিন্তু আন্দোলন আর সেভাবে হয়নি। মমতার নির্দেশে ২ এবং ৩ ডিসেম্বর রাজ্যের ব্লকে ব্লকে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়। আন্দোলন মাঝপথে থামিয়ে দেওয়া নিয়ে মমতা এবং অভিষেকের মধ্যে বিরোধ দেখা দেয়।
আরও অন্য খবর দেখুন