কলকাতা: তৃণমূলের নতুন বিধায়কদের শপথ বিতর্ক নিয়ে নবান্নের বৈঠক থেকে মুখ খুলে রাজ্যপালকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যপাল কেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), রায়েত হোসেন সরকারদের (Rayat Hussain Govt) শপথ নিতে দিচ্ছেন না? রাজভবনে যা কীর্তিকলাপ চলছে, মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে! কেন ওঁদের শপথ নিতে রাজভবনে যেতে হবে? দরকার হলে রাজ্যপাল (Governor CV Anand Bose) বিধানসভায় আসুন। বৃহস্পতিবার সাতটি কর্পোরেশনের মেয়র, পুরসভার চেয়ারম্যান, জেলাশাসক,পুলিশ সুপার ও হকার ইউনিয়নের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন পুলিশ ও নেতা মন্ত্রী তুলোধনা করলেন মমতা। এদিনের নবান্নের (Nabanna) বৈঠক থেকে সদ্য নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে উষ্মাপ্রকাশ করলেন মমতা।
আরও পড়ুন: নেতা-কাউন্সিলররা বেআইনি জমি দখলে মদত দিলে গ্রেফতারের হুঁশিয়ারি মমতার
তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। বুধবার প্রায় চার ঘন্টা বিধানসভার সিঁড়িতে অবস্থানে বসেছিলেন দুই নব নির্বাচিত বিধায়ক৷ তাঁদের দাবি ছিল, রাজ্যপাল বিধানসভায় তাঁদের শপথগ্রহণের ব্যবস্থা করুন। রাজ্যপালকে চিঠি দিয়ে সে কথা জানালেও তার উত্তর মেলেনি। বুধবারের পর বৃহস্পতিবারও রেড রোডে বি আর অম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসছেন বরানগর ও ভগবানগোলার জয়ী দুই বিধায়করা। শপথগ্রহণ নিয়ে দুই বিধায়কের এই অবস্থান রীতিমতো নজরবিহীন ঘটনা।
দেখুন ভিডিও