কলকাতা: নবান্নে প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক হাসপাতালের নিরাপত্তা, রোগ কল্যান সমিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই স্বাস্থ্যকর্তা, হাসপাতালগুলির প্রিন্সিপাল ও এইচওডিদের সঙ্গে আলোচন হয়েছে। মমতা বলেন, আগের ঘোষণা মতোই সমস্ত হাসপাতালের রোগীকল্যাণ সমিতি ভেঙে দিলাম। এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরাই। রেস্টরুম, ওয়াশরুম, সিসিটিভির জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি।
আরও পড়ুন: প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরাই। সদস্য হিসাবে থাকবেন এমএসভিপি। একজন জুনিয়র ডাক্তার, একজন সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধান, সিস্টারের তরফে একজন, একজন জনপ্রতিনিধি থাকবেন। তাঁরাই হাসপাতালের দায়িত্ব গ্রহণ করবেন। সমস্ত হাসপাতালের পরিকাঠামো উন্নতির জন্য টাকা দেওয়া হয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যে বন্যা পরিস্থিতি। সে এই সময় বন্যার কাজে সকলে ব্যস্ত। তাই কাজে একটু দেরি হচ্ছে। নিরাপত্তা নিয়ে সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে। বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বলা হয়েছে। যাঁরা বাইরে থেকে কাজ করতে আসছেন, তাঁদের বিস্তারিত তথ্য রাখতে হবে, হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর আবহে এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দেখুন ভিডিও