কলকাতা: শনিবার নীতি আয়োগের (Niti Ayog) বৈঠকে যোগ দেওয়ার জন্য আজ, বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন মমতা তাঁর দিল্লি সফর পিছিয়ে দিলেন বা বাতিল করলেন তা নিয়ে রাজনৈতিক, প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। অবশ্য এই বিষয়ে তিনি নিজে কিছু জানাননি। তবে একটি অংশের বক্তব্য, তিনি শুক্রবার দিল্লি যেতে পারেন। অন্য অংশের দাবি, তিনি দিল্লি সফর বাতিল করলেন।
রাজনৈতিক মহলের বক্তব্য, এই সফরে তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও শেষমেষ তা হচ্ছে না বলে তিনি দিল্লি সফর পিছিয়ে দিয়েছেন। দিল্লিতে তাঁর অনেকগুলি কর্মসূচি ঠিক করা আছে। যার অন্যতম হল দলের সাংসদদের সঙ্গে বৈঠক। দিল্লিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল। বিরোধী শিবিরের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল।
আগে নীতি আয়োগের বৈঠক নিয়ে বিরোধী শিবিরে বিতর্ক তৈরি হয়। কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা আগেই জানিয়ে দেন, তাঁরা নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। বৈঠকে যোগ দেবেন না তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও। ফলে মমতার বৈঠকে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মমতা বৈঠকে যোগ দিতে আগ্রহী জানার পর কেন্দ্রীয় মন্ত্রী তাঁর প্রশংসাও করেছিলেন। প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ওই বৈঠকে একা পড়ে যাবেন সেজন্য ওই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিতে চলেছেন?
আরও পড়ুন: দেশকে ধ্বংস করে দেবেন, ট্রাম্পের নিশানায় কমলা হ্যারিস
আরও খবর দেখুন