কলকাতা: ইয়েচুরির (Sitaram Yechury) মৃত্যুকে জাতীয় রাজনীতির ক্ষতি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একজন বন্ধুকে হারালাম বললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। গত ১৯ অগাস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পরে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ভর্তি করানো হয়েছিল দিল্লি এমসে। বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সীতারাম ইয়েচুরি মারা গিয়েছেন যেনে আমি দুঃখিত। আমি সংসদ সদস্য থাকাকালীন তাঁকে চিনতাম। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতি ক্ষতিগ্রস্ত হল। আমি তাঁর পরিবার, সহকর্মীদের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শোকপ্রকাশ করে বলেন, সীতারাম ইয়েচুরিজি আমার বন্ধু ছিলেন। আমাদের দেশের বিষয়ে তাঁর গভীর উপলব্ধি ছিল। ভারতীয় চেতনার একজন রক্ষক ছিলেন তিনি। তাঁর সঙ্গে যে দীর্ঘ আলোচনা করতাম, তার অভাব অনুভব করব আমি। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রাজনৈতিক মতাদর্শের সংঘাত থাকলেও গত কয়েক বছরে বেশ কয়েকটি বৈঠকে তাঁর সঙ্গে আলাপচারিতার সৌভাগ্য আমার হয়েছে। তাঁর সারল্য, জনসম্পর্কিত নীতি সম্পর্কে গভীর উপলব্ধি এবং সংসদীয় বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি ছিল সত্যিই অসাধারণ।
আরও পড়ুন: পদত্যাগপত্র জমা দিলেন জহর সরকার
আরও খবর দেখুন