দিল্লি: রাজধানীর বুকে আক্রন্ত অরবিন্দ কেজরিওয়াল। এবার তাঁকে লক্ষ্য করে তরল ছোড়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার ঘটনা। জানা গিয়েছে, এদিন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। তিনি যখন হাঁটছিলেন, তখনই তাঁকে লক্ষ্য করে ওই ধরণের তরল নিক্ষেপ করা হয়। তবে নিক্ষেপকারী যুবককে আটক করে ফেলে আম আদমি পার্টির সদস্যরা। অভিযুক্ত যুবককে মারধোর করতেও দেখা যায়। তবে অভিযুক্ত যুবকের পরিচয় জানা যায়নি। একইসঙ্গে তিনি কোন উদ্দেশ্যে কী ধরণের তরল নিক্ষেপ করেছেন, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: কোন অপরাধে আসামীকে ১৪১ বছরের কারাদন্ড দিল আদালত?
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
দেখুন আরও খবর: