নয়াদিল্লি: এমনটাও হয়! এক অফিস ছেড়ে ভালো সুযোগ পেয়ে অন্য প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে হয় অনেককে। একইসঙ্গে ছেড়ে যেতে হয় সদ্য ফেলে যাওয়া স্মৃতি। তাতে থাকে নতুন পাওয়ার খুশি। ছেড়ে যাওয়ার বিষাদ। কিন্তু তার মধ্যে সেই অবস্থায় কারও কারও অভিজ্ঞতা হৃদয়স্পর্শী হয়ে ওঠে। এরকমই একটি আবেগপ্রবণ মুহূর্তের ঘটনা সবার মনে নাড়া দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে এক ম্যানেজার ও সেখানকার চাকরি থেকে ইস্তফা দেওয়া এক তরুণীর হার্দিক বন্ধনের ঘটনা। কর্মীটি নতুন চাকরির জন্য খুশি। তবু চাকরি থেকে ইস্তফা দেওয়ার কথা ম্যানেজারকে বলতে গিয়ে তরুণী কেঁদে ফেলছেন। ম্যানেজার (Manager) ওই কর্মীকে ভালো সুযোগের জন্য ধন্যবাদ দিচ্ছেন। এবং যে ভাষায় তাঁকে সান্ত্বনা দিচ্ছেন তা শুনে কান্না থামাতে পারছেন না কর্মীটি। ম্যানেজারের ওই প্রতিক্রিয়া দীর্ঘ সময় তাঁকে বাকরুদ্ধ করে রাখে। সিমি (Simi) নামের ওই তরুণী কর্মীই ইনস্টাগ্রামে এই ঘটনা পোস্ট করেছেন। দু’জনের আন্তরিক কথোপকথন ভাইরাল নেট দুনিয়ায়। সেই পোস্টে নেট নাগরিকদের আবেগবিহ্বল ‘কমেন্ট’ নজর কেড়েছে।
পোস্টে ওই তরুণী সিমি জানিয়েছেন, তিনি তাঁর কর্মরত সংস্থার ম্যানেজারকে একটি নতুন চাকরির সুযোগ পাওয়ার পরে পদত্যাগ করার সিদ্ধান্ত সম্পর্কে জানান। তাতে প্রতিক্রিয়ায় প্রাথমিকভাবে বিহ্বলতা কাটিয়ে ম্যানেজার তাঁকে বলেন, “আমি আপনার জন্য সত্যিই খুশি। কিন্তু আমার জন্য দুঃখিত।” তাঁর কথাগুলো সিমিকে আবেগাপ্লুত করে রাখে। ম্যানেজার তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনি আপনার নতুন সুযোগের জন্য উত্তেজিত। কিন্তু আমি দুঃখিত কারণ এটি একটি যুগের শেষ। আপনার সঙ্গে কাজ করা সত্যিই একটি দুর্দান্ত অভিজ্ঞতা।”
আরও পড়ুন: ধোঁয়াশায় ঢাকা দিল্লি, নিম্নমুখী পারদ, বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’ পর্যায়
তাঁর পোস্টের ক্যাপশনে সিমি ম্যানেজারের প্রশংসা করে বলেছেন, “সত্যিই এটি আমার জন্য একটি খুব কঠিন পোস্ট ছিল। কারণ আমি আমার আবেগের দিকটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পছন্দ করি না। কিন্তু এটি আমি সত্যিই শেয়ার করতে চেয়েছিলাম। দেখুন একজন দুর্দান্ত ম্যানেজারকে কেমন দেখাচ্ছে। আমি তাঁর মতো কারও সঙ্গে কখনও দেখা করিনি। একটি সুন্দর হৃদয় দেখুন।”
দেখুন অন্য খবর: