কলকাতা: ২ বছর পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আর জেল থেকে বেরিয়েই তাঁর মুখে শোনা গেল সত্যের বাণী! বললেন, ‘সত্যমেব জয়তে’। জেল থেকে ছাড়া পাওয়ার পরই নিজে বিধানসভা এলাকা পলাশীপাড়ায় যান তিনি। দলীয় কর্মীর বড়িতে যান মানার। একাধিক শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। হাইকোর্ট থেকে একাধিক শর্তও আরোপ করা হয়েছে। পাসপোর্ট ও মোবাইল নম্বর দিতে হবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়কে। এমনকি যোগাযোগ রাখা যাবে না কোনও সাক্ষীর সঙ্গে। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেনা তিনি।
আরও পড়ুন: টালা থানার ওসিকে চটি দেখিয়ে বিক্ষোভ-স্লোগান
২৩ মাস দুর্নীতির দায়ে প্রায় দু’বছর জেলবন্দি থাকার পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য। জেলবন্দি থাকার পর কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান তিনি। জেল মুক্তির পর ভোট হিংসাতে মৃত্যু হয় দলীয় কর্মীর বড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে যান মানিক ভট্টাচার্য। তিনি বলেন, আমি জেলেই ঠিক করেছিলাম যেদিন জেল থেকে মুক্তি পাব তারপর দলীয় কর্মী জাহিদুল শেখের পরিবারের পাশে দাঁড়াব। পলাশিপাড়া বিধানসভা এলাকার মানুষ ২০২১ সালে আমাকে তাঁদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে ছিলেন। শরীরের রক্ত ঋণ শোধ করার জন্য জাহিদুলের বাড়িতে এসেছি।
অন্য খবর দেখুন