মুম্বই: গনেশ চতুর্থীতে সবুজ শাড়িতে নজর কাড়লেন রেখা (Rekha)। সবুজ শাড়িতে মোহময়ী লাগছে বর্ষীযান অভিনেত্রীকে। গণপতি উৎসবে মেতে উঠেছে বাণিজ্যনগরী মুম্বই। গণপতি উদযাপনে মনীশ মালহোত্রার বাসভবনে উপস্থিত অভিনেত্রী রেখা। উৎসবের দিনে রেখার মনীশ মালহোত্রার (Manish Malhotra) ডিজাইনে সবুজ কাঞ্জিভরম শাড়ির বেছে নিয়েছেন। সোনালি প্রিন্টে। সন্ধ্যায় রেখার উপস্থিতি ঐশ্বরিক স্পর্শ যোগ করেছে। শাড়িটি সোনার সুতো দিয়ে কাজ করা। শাড়ি সঙ্গে ম্যাচিং সবুজ ব্লাউজের সঙ্গে হাইলাইট করেছেন নেকলেস, আংটি, ঝুমকা এবং পান্না-খচিত চুড়ি সহ সূক্ষ্ম সোনার গয়না দিয়ে লুক শেষ। তাঁর লুক দেখে নেটিজেনরা মন্ত্রমুগ্ধ। সবুজ কাঞ্জিভরম শাড়িতে রেখা মোহময়ী। বয়স বাড়লে সৌন্দর্য এবং ক্লাসিক কমনীয়তা তাঁর লুকে ধরা দিয়েছে।
আরও পড়ুন: ছবির পোস্টার শেয়ার করতেই স্বস্তিকাকে বয়কটের ডাক
মনীশ মালহোত্রা ইনস্টাগ্রামে সেই লুক শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, “দ্য হারা রঙ্গ… আইকনিক রেখাজিতে অত্যাশ্চর্য… শাড়ি রেখাজির সমার্থক .. এখানে একটি খাঁটি বেনারসি হাতে বোনা ব্রোকেড টাইমলেস শাড়ি… আমাদের জন্য @manishmalhotraworld এটি আমাদের সিগনেচার।” ছবিতে কমেন্ট করেছেন অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকারের। অভিনেত্রীর রূপের প্রশংসা করে তিনি “উফ” মন্তব্য করেছেন।
View this post on Instagram
অন্য খবর দেখুন