কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় লোকসভা ভোটের আগেই আধার কার্ড (Aadhar Card) ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া অভিযোগ উঠেছে। আচমকাই বাংলার বিভিন্ন প্রান্তের বহু মানুষের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে বাড়িতে। জানা গিয়েছে, অনেকের কার্ড আবার ‘নিষ্ক্রিয়’ হওয়ার পরও পুনরায় চালু হয়েছে। আবার ওয়েব সাইটে অভিযোগ জানাতেই নতুন করে চালু হয়েছে অনেকের আধার কার্ড (Aadhar Card)। চালু হওয়ার পরও যাচাই করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন বলেও জানিয়েছেন। প্রশ্ন উঠছে বিতর্কের জেরেই কি পুনরায় চালু হচ্ছে আধার?
ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে কোনও সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে হলে আধার থাকা বাধ্যতামূলক। কার্ড নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু ফের সক্রিয় হয়েছে। কিন্তু কিসের ভিত্তিতে আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই কার্ড নিষ্ক্রিয় করেছে তার উত্তর এখনও অধরা। আধার নিষ্ক্রিয় করার কথা জানিয়ে জেলায়-জেলায় বিভিন্ন জনের কাছে যে চিঠি গিয়েছিল, তা-ও প্রত্যাহার করা হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের নাগরিকপঞ্জি বিরোধী যুক্তমঞ্চ বা জয়েন্ট ফোরাম এগেন্স্ট এনআরসি আধার কর্তৃপক্ষকে আইনি চিঠি পাঠাতে চলেছে। নাগরিকপঞ্জি বিরোঝী যুক্তমঞ্চের দাবি, ঘুরপথে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি চালু করতে চাইছে। আধার কার্ড নিষ্ক্রিয় (Aadhar Card Deactivated) করার নোটিস পাঠিয়ে এনপিআর তৈরির মতো সন্দেহভাজন নাগরিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
আরও পড়ুন: দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেবের
আরও পড়ুন:কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৬)
গত এক সপ্তাহ ধরে বাগদা, কৃষ্ণনগর, কাকদ্বীপ, বর্ধমান, মেদিনীপুর সহ একের পর এক জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিল করছে কেন্দ্র। যা নিয়ে তুমুল শোরগোল রাজ্যজুড়ে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। দুশ্চিন্তায় ঘুম উড়িয়েছে বাসিন্দাদের। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে গ্রিভান্স পোর্টাল চালু করা হয়েছে মঙ্গলবার৷ আধার নিষ্ক্রিয়করণের অভিযোগ জানানোর জন্য 9088885544 নম্বর-সহ একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করেছে নবান্ন। ওই নম্বরে আধার বাতিল সংক্রান্ত সমস্যার কথা জানালেই সমাধান হবে দ্রুত।
লোকসভা নির্বাচনের আগে কার্ড বাতিল নিয়ে ক্ষুর্ধ্ব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে সরকারি পরিষেবা থেকে। রাজ্যের সব থেকে বেশি মতুয়া, তপসিলি সম্প্রদায়ের মানুষের আধার বাতিল হয়েছে। নাগরিকদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। তিনি দাবিও করেন, রাজ্যে সিএএ ও এনারসি চালু হতে দেবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের তরফে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে, তাঁরা সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। নির্দিষ্ট সময়ে বিকল্প কার্ড পৌঁছে যাবে আবেদনকারীর ঠিকানায়। আধারের মতোই কাজ করবে এই বিকল্প কার্ড।
অন্য খবর দেখুন