জম্মু ও কাশ্মীর: সন্ত্রাসের বিরুদ্ধে ফের ‘নো টলারেন্স’ নীতি কার্যকর করা হল জম্মু ও কাশ্মীরে। এবার কাশ্মীরের বান্দিপোরা জঙ্গলে একটি বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে নামল ভারতীয় সেনা জওয়ানরা। মঙ্গলবার বিকেলে বান্দিপোরার কেতসুন বনাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। জানা গিয়েছে, সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে ইতিমধ্যে একজন জঙ্গি নিহত হয়েছে এবং দু-তিনজন জঙ্গি আটকে পড়েছে। উল্লেখ্য, গত সপ্তাহের শুক্রবার একদল জঙ্গি ওই এলাকায় অবস্থিত একটি সেনা ক্যাম্পকে লক্ষ্য করে হামলা চালায়। যদিও সেদিন সেনাবাহিনীর দ্রুততার সঙ্গে এই আক্রমণের জবাব দেয়। তাই সেদিন জঙ্গিরা বনাঞ্চলে পালিয়ে যায়। তবে আজ তাঁদের খুঁজে খুঁজে এনকাউন্টার অভিযানে নামে সেনা জওয়ানরা।
আরও পড়ুন: ঘুমন্ত স্ত্রী ও দুই নাবালক সন্তানকে গুলি করে খুন, আত্মঘাতী স্বামী
উল্লেখ্য, মঙ্গলবার সকালেই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা একটি সতর্কতা জারি করে বলেছেন যে, যারা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তাঁদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি সাফ জানিয়েছেন যে, সন্ত্রাসের সঙ্গে কোন আপস করা হবে না। লেফটেন্যান্ট গভর্নর বলেন, “এখনও অনেকে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। আমরা পাকিস্তান সম্পর্কে উদ্বিগ্ন নই, তবে যারা তাঁদের নির্দেশে কাজ করছে তাঁদেরকেও চিহ্নিত করা দরকার। নিরাপত্তা বাহিনীকে যুদ্ধ করতে হবে, কিন্তু আমরা যদি একত্রিত হই তাহলে সন্ত্রাসবাদের অবসান ঘটতে এক বছরের বেশি সময় লাগবে না”।
দেখুন অন্য খবর: