তামিলনাড়ু: তামিলনাড়ুর (Tamilnadu) এক বেসরকারি হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড (Fire Breaks)। বৃহস্পতিবার রাতে দাউ দাউ করে জ্বলে ওঠে হাসপাতাল ভবনটি। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে একজন শিশু। গেছে। তামিলনাড়ুর দিন্দিগুল জেলার ঘটনা। একটি ভিডিয়োতে দেখা গেছে দাউদাউ করে জ্বলছে হাসপাতালে বিল্ডিংটি। প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী।
পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর দিন্দিগুলের ত্রিচি রোডের সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় ৬জনের মধ্যে হয়েছে, একজন শিশুর মারা গেছে। রাত আটটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয়।
আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে খারিজ ‘জয় বাংলা’
তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের তীব্রতায় ৬ জনকে লিফটের মধ্যে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সামনের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে জানান। হাসপাতালে চিকিৎসাধীনদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দেখুন অন্য খবর: