
কলকাতা: ধাপার মাঠপুকুর এলাকায় একটি রাসায়নিক কারখানায় (Fire Chemical Factory Dhapa) ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই আগুন লাগে। প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পাঁচটি ইঞ্জিন ও পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন (Fire Dhapa) নেভানোর কাজ। কিন্তু কারখানয় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে দ্রুত ছড়িয়ে যায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। একের পর পর কারখানার ভিতর থেকে আসছে বিস্ফোরণের শব্দ।
আরও পড়ুন: ৭০ লক্ষ ফেরত দিতে চেয়ে ইডির কাছে আর্জি ঋতুপর্ণার
মাঠপুকুর ঘনজনবসতিপূর্ণ। চারপাশে প্রচুর ঘরবাড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের আশঙ্কা আগুন যেকোনও মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই আশেপাশের বাড়িগুলো খালি করে দেওয়া হচ্ছে। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। আতঙ্কে এলাকার বাসিন্দারা। রাসায়নিক কারখানার ভিতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে। কারখানার চারপাশ দিয়ে ছিটকে বের হচ্ছে বেরোচ্ছে আগুনের লেলিহান শিখা। যুদ্ধাকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। তবে কী থেকে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
দেখুন ভিডিও