বার্বাডোজ: সুপার এইটে আফগানিস্তানকে ৪৭ রানে হারাল ভারত। অনবদ্য যশপ্রীত বুমরা। তিনি একাই নেন ৩ উইকেট। ব্যাট হাতে নজর কাড়েন সূর্যকুমার যাদব। ২৮ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সূর্যকুমার।
ভারতের করা ১৮১ রানের সামনে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। আফগান ব্যাটারদের মধ্যে কেউই সেভাবে প্রভাব ফেলতে পারেননি। বুমরার বোলিং ফিগার ৪-১-৭-৩। আরশদীপ সিং রান দিলেও ৩ উইকেট নেন। কুলদীপ যাদব নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮১/৮ করে ভারত। ভারতীয় ব্যাটারদের মধ্যে এদিন নজর কাড়েন সূর্যকুমার যাদব। চার নম্বরে নেমে ২৮ বলে ৫৩ রানের অতিমূল্যবান ইনিংস খেলেন। মারেন ৫টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৮৯.২৯।
এছাড়া ২৪ বলে ৩২ রানের ইনিংস খেলে সূর্যকুমারকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। মারেন ৩টি বাউন্ডারি এবং ২টি ওভারবাউন্ডারি। এদিন ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা-শিবম দুবে-রবীন্দ্র জাডেজা। ১১ বলে ২০ রানের ক্যামিও খেলেন ঋষভ পন্থ। আফগান বোলারদের মধ্যে সফল ফজলহক ফারুকি এবং রশিদ খান। দুজনেই নেন ৩টি করে উইকেট।
উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলে একটিমাত্র পরিবর্তন। মহম্মদ সিরাজের পরিবর্তে দলে নেওয়া হয় কুলদীপ যাদবকে। বাকি দল অপরিবর্তীত। অর্থাৎ তিন স্পিনার এবং দুই পেসার নিয়ে বার্বাডোজে নেমেছে ভারত।
আফগানিস্তান অধিনায়ক রশিদ খান টসের পর বলেন, ‘টসে জিতলে আমরাও প্রথমে ব্যাটিং নিতাম। দলে খুব বেশি পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র একটি পরিবর্তন।’
রোহিত শর্মা বলেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। পিচে কিছুটা ঘাস রয়েছে। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের। আশা রাখছি উইকেট টার্ন করবে।’
অন্য খবর দেখতে ক্লিক করুন: