শিলিগুড়ি: মাটিগাড়া (Matigara Case) স্কুলছাত্রীকে ধর্ষণ কাণ্ডে দোষীকে ফাঁসির সাজা (Matigara Case Death Penalty) ঘোষণা আদালতের। বৃহস্পতিবার অভিযুক্ত মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত (Punishment Accused Mohammad Abbas) করে আদালত। আজ শনিবার ফাঁসির সাজা শোনাল আদালত। ৯ মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত। এ দিন বিচারক অনিতা মেহরোত্রা মাথুর ফাঁসির নির্দেশ দেন। সাজা ঘোষণার পর নাবালিকার মা বলেন, ‘বিচার ব্যবস্থার উপর ভরসা ছিল। কয়েকমাস ধরে আমি অপেক্ষায় ছিলাম সুবিচারের।
আরও পড়ুন: হাসপাতালে ‘দাদাগিরি’ ডাক্তারি পড়ুয়ার, ভাইরাল ভিডিও
উল্লেখ্য , গত বছরের ২১ অগস্ট মাটিগাড়ায় একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় শিউরে উঠেছিল গোটা রাজ্য। সেই ঘটনায় পরে গ্রেফতার করা হয় মহম্মদ আব্বাস নামে এক যুবককে। নাবালিকার পরিবারের অভিযোগের উপর ভিত্তিতে মহম্মদ আব্বাসকে গ্রেফতার করেছিল মাটিগাড়া থানার পুলিশ। জানুয়ারি মাস থেকে এই মামলার শুনানি শুরু হয়। সাক্ষী দেন ২২ জন।বৃহস্পতিবার মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি মহকুমা আদালত। প্রমাণ খতিয়ে দেখে মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শনিবার আসামি মহম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিল শিলিগুড়ি মহকুমা আদালত।
দেখুন ভিডিও