বহরমপুর: মুর্শিদাবাদ লোকসভা (Murshidabad Loksabha) নির্বাচনের পরের দিন অর্থাৎ বুধবার সকালে ভগবানগোলা বিধানসভার রানিতলা থানার অন্তর্গত হোসেনাবাদ গ্রামে গুলিতে আহত হয় তিন শিশু সহ এক যুবক। শনিবার দুপুরে গুলিতে আহত শিশুদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন মুর্শিদাবাদ লোকসভার কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম (MD Selim)। গুলিতে আহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেন সেলিম।
মহম্মদ সেলিম বলেন, তৃণমূল কংগ্রেস নেতারা চেষ্টা করেছিল নির্বাচনের দিন অশান্তি সৃষ্টি করার। তাতে সফল না হওয়ায় তারা সামান্য বিষয় নিয়ে ঝামেলায় গুলি নিয়ে এসে অশান্তির পরিবেশ তৈরি করেছে। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি। যে শিশু গুলি খেল তার বাবাকে পুলিশ কী করে গ্রেফতার করতে পারে প্রশ্ন তোলেন মহম্মদ সেলিম।
আরও পড়ুন: বহরমপুরে অধীরকে ফুল ছুড়লেন বিজেপি প্রার্থী
উল্লেখ্য, লোকসভা ভোট শুরুর পর থেকেই মুর্শিদাবাদ লোকসভা এলাকার বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেস ও জোট সমর্থকদের মধ্যে গণ্ডগোলের খবর বারবার শিরোনামে এসেছে। তারই মধ্যে বেশি কিছু জায়গা থেকে বোমা, গুলি উদ্ধার হয়েছে।
আরও খবর দেখুন