কলকাতা: সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) আর ডাক্তার নয়। তাঁর রেজিস্ট্রেশন বাতিল করল মেডিক্যাল কাউন্সিল (Medical Council)। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। ফলে নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না তিনি। লিখতে পারবেন না প্রেসিক্রিপশনও। আরজি কর হাসপাতালে দুর্নীতি এবং খুন ও ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই হেফাজতে রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ।
বিজ্ঞপ্তিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর সন্দীপকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। সেকারণে নথিভুক্ত ডাক্তারদের রেজিস্টার থেকে তাঁর নাম অপসারণ করা হল। মেডিক্যাল কাউন্সিলের ব্যাখ্যা, কোনও ডাক্তারের রেজিস্ট্রেশন স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করতে হলে দুটি কারণে তা সম্ভব। এক, যদি কেউ কোনও অপরাধের চক্রান্ত কিংবা তাতে সরাসরি যুক্ত থাকার জন্য আদালতে দোষী প্রমাণিত হন, দুই কোনও অপরাধের কাজে নাম জড়ানোর ফলে যদি জনসমাজে তাঁর বদনাম হয়ে থাকে। দুটি ক্ষেত্রেই শোকজ না করে কোনও ডাক্তারের রেজিস্ট্রশন বাতিল করা নিয়ম বিরুদ্ধ। তাই সন্দীপকে শোকজ করা হয়। শোকজের জবাব দেওয়ার সময়সীমা অতিক্রান্ত হয়েছে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্তে চাঞ্চল্যকর মোড়
আরও খবর দেখুন