নদিয়া: কৃষ্ণনগর সদর হাসপাতালে (Krishnanagar Sadar Hospital) সদ্যজাত শিশুর মৃত্যুকে। অভিযোগ চিকিৎসার গাফিলতিতে (Allegation of Medical Negligence) মৃত্যুতে হয় ওই সদ্যজাতর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাসপাতালে। কোতোয়ালি থানায় দায়ের করা হল অভিযোগ। পরিবারের দাবি, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে শিশুটির অবস্থায় আরও খারাপ হওয়ায় কলকাতাতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা জানান পরিবারের সদস্যরা । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে নারাজ। শনিবার সকালেই মৃত্যু হয় ওই শিশুর।
আরও পড়ুন: ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ শিক্ষককের বিরুদ্ধে
কৃষ্ণনগর সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সদ্যদাত শিশুকে। পরিবারে দাবি, চিকিৎসায় শিশুর শারীরিক উন্নতি না হওয়ায় কলকাতায় নিয়ে যেতে চেয়ে ছিলেন তারা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে নারাজ। শনিবার পরিবারকে চিকিৎসকরা জানান তাদের শিশুর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিয়েছে, বুকে পাম করতে হবে। এরপর মৃত শিশুটির বাবা দেখেন তার বাচ্চা আগেই মারা গিয়েছে। ঘটনার পরই কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ বাহিনী। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের লোকজন কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ।
অন্য খবর দেখুন