দাসপুর: স্কুল চলাকালীন আইসিডিএস (Poor Condition of ICDS Centers) এর ছাদের চাঙর ভেঙে পড়ল শিক্ষিকার মাথায়। মাথায় গুরুতর চোট লেগেছে তাঁর। ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের খেপুত দক্ষিণবাড় গ্রামের উত্তর বাড় গ্রামের। ঘটনা আহত শিক্ষিকার নাম মল্লিকা চক্রবর্তী। জানা গিয়েছে, উত্তরবাড় ২ সংসদে অবস্থিত ৭১ নম্বর আইসিডিএস সেন্টারের ভবন একেবারেই ভগ্নপ্রায়। দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। হঠাৎ করেই শিক্ষিকার মাথায় সিলিং থেকে চাঙর খসে পড়ে সোমবার। যথেষ্ট চোট পান দিদিমণি।
ঘটনার খবর পেয়ে শিশুদের অভিভাবকেরাও ছুটে আসেন। ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন যাবত ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। দেওয়াল,সিলিং সর্বত্রই বড় বড় ফাটল, পলেসতারা খসে খসে পড়েছে। তারমধ্যেই কোন রকমে স্কুল চলে। বারবার আবেদন জানিয়েও সুরাহা মেলেনি। যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। সেই আশঙ্কাতেই অভিভাবকেরা। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরিদর্শনে যান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তন্ময় সাহা, আমরাও বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি। যদি এই ঘটনায় আজ সকাল থেকেই ওই আইসিডিএস সেন্টারটি ওই ভাঙা বিল্ডিংয়ে বন্ধ রয়েছে। স্কুলের বাইরেই চলছে রান্নাবান্না, বন্ধ বাচ্চাদের পড়াশোনা।
আরও পড়ুন: বাঁধ মেরামতের দাবিতে বিক্ষোভে পথ অবরোধ দাসপুরে
এই প্রথম রাজ্যের আইসিডিএস সেন্টার নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। কখনও খাবারে পোকা, তো কখনও খাবারে টিকটিকি, বিছে পাওয়ার অভিযোগ উঠেছে। পড়ুয়ারা ছাতা মাথায় বসে ক্লাস করতে দেখা গিয়েছে। প্রাথমিক স্কুল ভবনের অবস্থা এতই খারাপ যে, ছাদ থেকে প্রতিনিয়ত খসে পড়ছে চাঙড়। সেই চাঙড় ঘাড়ে পড়ে যাতে ছোট ছোট পড়ুয়ারা আহত না হয়, সে জন্যই ছাতা মাথায় চলছে ক্লাস।
অন্য খবর দেখুন