পূর্ব বর্ধমান: খুনের অভিযোগে গ্রেফতার দুই প্রেমিক। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার মেমারি এক নম্বর ব্লকের সুলতানপুর এলাকায় শনিবার রাতে প্রতিমা চক্রবর্তী নামে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ (Police)। সেই খুনের ঘটনায় মহিলার পরিবারের লোকজন মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। গতকাল রাতে মেমারি থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃত দুই ব্যক্তি জামালপুরের কেরিলি এলাকার বাসিন্দা শেখ ইব্রাহিম ওরফে খোকন এবং মেমারির আলিপুর এলাকার এক বাসিন্দা তপন দাস।
আজ সোমবার দুপুরে ধৃতদের মেমারি গ্রামীণ হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তারপর তাদের বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, বিগত ১০ বছর ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার। তার বেশ কিছু দিন পর তপন দাস ইলেক্ট্রিকের মিস্ত্রি হওয়ার কারণে ইলেকট্রিকের কাজ করতে যায় ওই বাড়িতে। তখনই তার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা। কয়েক দিন ধরে ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওই মহিলার সঙ্গে ঝগড়া হচ্ছিল তপনের। শনিবার তপন ওই মহিলার বাড়ি যায় এবং সেখানেই ইব্রাহিমের সঙ্গে একসঙ্গে দেখতে পান ওই মহিলাকে। তারপরেই ওই মহিলাকে খুন করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে কে খুন করেছে, কী কারণে খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: সোদপুরে বন্ধ হয়ে গেল গেঞ্জি কারখানা
আরও খবর দেখুন