নয়াদিল্লি: কর্মক্ষেত্র সহ সর্বত্র নারী এবং পুরুষ উভয়ের সমান গুরুত্বের কথা বলা হচ্ছে। নারীদের (Women) সমানাধিকারের বিষয়ে এখন অগ্রণী কার্যত সব দেশই। সেখানে আফগানিস্তানে (Afghanistan) তালিবানি (Taliban) শাসনে মেয়েদের উচ্চশিক্ষা (Higher Education) আগেই বন্ধ হয়েছে। এবার মহিলাদের জন্য আরও এক ফরমান জারি করল তালিবান শাসক। মেয়েদেরকে বলা হয়েছে, কোনও অপরিচিত পুরুষের দিকে তাকানো যাবে না। অর্থাৎ রাস্তায় চলাফেরা কার্যত বন্ধ হতে চলেছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সেখানকার ট্যাক্সিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে, হিজাব ছাড়া বা সঙ্গে পুরুষ নেই এমন মহিলাদের কোনওভাবেই যেন ট্যাক্সিতে যেন না চাপানো হয়। গাড়িতে গান বাজানো এবং পুরুষদের সঙ্গে মহিলাদের মেলামেশাতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
শুধু তাই নয়, আফগানিস্তানের মহিলারা জনসমক্ষে বা বাড়ির ভিতরে জোরে কথা বলতে পারবেন না। এমনই নিয়ম চালু করেছে তালিবানরা। একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, তালিবান সরকার এই বিষয়ে ১১৪ পাতার আদেশনামা দিয়েছে। মহিলারা যাতে অপরিচিত পুরুষের দিকে তাকিয়ে উত্তেজিত না হয়ে পড়েন বা অন্যদের উত্তেজিত না করেন সেজন্য নিয়ম করা হয়েছে। মহিলারা বাড়ির ভিতর কথা বললে আওয়াজ যেন বেশি না হয়। বলা হয়েছে, জনসমক্ষে একজন মহিলার শরীর সবসময় ঢেকে রাখতে হবে। মহিলাদের যদি বাড়ি থেকে বেরোতে হয় তাঁদের অবশ্যই পুরুষদের থেকে নিজেদের মুখ ও কণ্ঠস্বর লুকিয়ে রাখতে হবে। মহিলাদের প্রকাশ্যে গান গাওয়াও নিষেধ হয়েছে। বলা হয়েছে, যাঁরা এই নিয়ম মানবেন না। তাঁদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে। উল্লেখ্য, ২০২২ সালে মেয়েদের স্কুল ও কলেজে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
আরও পড়ুন: জালিয়াতি ও ফৌজদারি বিশ্বাসভঙ্গের পার্থক্য বোঝাতে পুলিশের প্রশিক্ষণ প্রয়োজন
আরও খবর দেখুন