মুম্বই: মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে ফের এল হুমকি বার্তা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে মেসেজ এল মুম্বই ট্রাফিক পুলিশের নম্বরে। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মেসেজটি পাঠানো হয় বলে খবর মিলেছে মুম্বই পুলিশ সূত্রে। এক বিশেষ সূত্রে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রধানমন্ত্রী মোদিকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। শনিবার সকালেই এই মেসেজ এসে পৌঁছয় পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে। মেসেজ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাজস্থানের আজমের এলাকার একটি নম্বর থেকে এই বার্তা পাঠানো হয়েছে। বার্তা প্রেরকের খোঁজে ইতিমধ্যে মুম্বই পুলিশের একটি টিম রওনা দিয়েছে বলে খবর।
আরও পড়ুন: বাংলা নয়, বিজেপি শাসিত ১০ রাজ্যে মূল্য বৃদ্ধির হার সর্বোচ্চ!
তবে মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি বার্তা আসা নতুন কোনও ঘটনা নয়। এর আগেও একাধিকবার একাধিক প্রভাবশালী ব্যক্তির নামে খুনের হুমকি সমেত বার্তা এসেছিল পুলিশের হেল্পলাইন নম্বরে। বিগত মাসের শেষদিকে প্রধানমন্ত্রী মোদিকে খুনের হুমকি দেওয়া একটি বার্তা এসেছিল মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বরে। এই ঘটনায় ৩৪ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়, যিনি মানসিকভাবে অসুস্থ বলে জানায় পুলিশ। আবার কয়েকদিন আগে একইভাবে সলমন খানকে খুনের হুমকি সহ একটি বার্তা পাঠানো হয়েছিল। গত জুলাইয়েও নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের নামে হুমকি ফোন এসেছিল। বারবার এমন হুমকি বার্তা কেন আসছে এবং কী কারণে আসছে, তা নিয়েও তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
দেখুন আরও খবর: