কলকাতা: বউবাজারে দীর্ঘদিন ধরে চলছে মেট্রোর কাজ। কতটা এগোল তা খতিয়ে দেখলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের বউবাজারে এসে টানেলের মধ্যে নেমে এসপ্ল্যানেডের দিকে হাঁটতে শুরু করেন তিনি। মেট্রোর কাজ খতিয়ে দেখেন। এই মুহূর্তে যে সতর্কতা মেনে কাজ চালানো হচ্ছে, তাতে সন্তোষপ্রকাশ করেছেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার।
পাশাপাশি, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশের মধ্যে কীভাবে কাজ চলছে, সে বিষয়ে তাঁকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার নির্দেশ দিয়েছেন যে যাবতীয় সতর্কতা মেনে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে হবে। যাতে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে টানেলের কাজ শেষ করে দ্রুত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ১৬.৬ কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করা যায়। আপাতত ওই মেট্রো করিডরের শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ২.৪ কিমি অংশেই পরিষেবা চলছে না।
আরও পড়ুন: গায়েব ‘লক্ষ্মীর ভান্ডার’ ও ‘বার্ধক্য ভাতা’র টাকা! তদন্তের নির্দেশ দিল নবান্ন
কবে থেকে শুরু হবে শিয়ালদহ ও এসপ্লেনেডের মধ্যে মেট্রো পরিসেবা? আগামী বছর পয়লা বৈশাখের আগেই মেট্রো পথে শিয়ালদা এবং এসপ্ল্যানেড জুড়ে যাবে বলে আশাবাদী ছিলেন কর্তারা। কিন্তু নতুনত করে বৌবাজারে সমস্যা দেখা দেওয়ায় বিপত্তি বাড়ে। এই পরিস্থিতিতে আগামী বছরের আশেপাশে মেট্রো পরিষেবা চালুর লক্ষ্যমাত্ৰা নেওয়া হয়েছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে প্রায় ১৬.৬ কিমি। আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা চালু রয়েছে।অপরদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে মেট্রো চলছে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশে শুধুমাত্র পরিষেবা চালু নেই এখনও।
দেখুন আরও খবর: