কলকাতা: জোকা থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রোর কাজের প্রস্তুতি ঘুরে দেখলেন মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে এই লাইন তৈরির ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ রয়েছে ভিক্টোরিয়া এলাকায়। কারণ এই এলাকা সেনাবাহিনীর হাতে থাকায় সেখানে কোনওরূপ আউটডোর কাজ করা যাবে না। সেই কারণে এখানে মাটির নিচেই সমস্ত রকমের কাজ করতে হচ্ছে। সব রকম সতর্কতা মেনে কাজ হচ্ছে বলে জানা গিয়েছে মেট্রো রেল সূত্রে। ইতিমধ্যে, এই আন্ডারগ্রাউন্ড কাজের মডেল প্রস্তুত করা হয়েছে। এই মডেলে অত্যাধুনিক পদ্ধতিতে মেট্রোর প্ল্যাটফর্ম তৈরির কাজ দেখানো হয়েছে।
আরও পড়ুন: নতুন দিগন্ত, বার্ধক্যের দোরগোড়ায় থাকা দম্পতিকে সন্তান নিতে অনুমতি হাইকোর্টের
এই বিষয়ে বিষদে বলতে গিয়ে মেট্রোরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “জোকা থেকে শুরু করে এসপ্ল্যানেড অবধি মেট্রো লাইন তৈরি করতে পরিবেশের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে ৯৪৬ টি গাছকে কামারডাঙ্গায় স্থানান্তরিত করা হয়েছে। গাছ না কেটে সেগুলিকে তুলে বসানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, যেসব গাছ সরানো হয়েছে তার বদলে পাঁচগুণ গাছ বসানো হয়েছে এবং সেগুলির রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। তিনি আরো জানান যে, ধর্মতলা বাসস্ট্যান্ড রাজ্যসরকারের আওতায় রয়েছে। সেই কারণে সরকারের সঙ্গে কথা বলে সাময়িক ভাবে এটিকে কার্জন পার্কে স্থানান্তরিত করা হবে। আগামী মার্চ মাসের মধ্যে বা এপ্রিল মাসের শুরুতে টানেল বোরিং মেশিন খিদিরপুর থেকে নামানো হবে বলে জানান তিনি।
দেখুন আরও খবর: